Rath Yatra 2023: মায়াপুর থেকে ভক্তদের আগমন! মালদহ ইসকনের রথ উৎসবে ভক্তের ঢল! বিশেষ ভিডিও
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Rath Yatra 2023: মালদহের রথ যাত্রা! ভিডিও মন ভরাবে!
মালদহ: রথযাত্রা উপলক্ষে সাতদিন ব্যাপী মালদহ শহরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ইসকনের পক্ষ থেকে। জগন্নাথ কথা আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠীত হবে প্রতিদিন। মঙ্গলবার মালদহ শহরে সাড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা। গত কয়েক বছর ধরেই মালদহ শহরের ইসকন রথে প্রচুর ভারতের সমাগম ঘটছে। মঙ্গলবার ইসকনের রথের দড়ি টানতে প্রায় দশ হাজার মানুষের সমাগম ঘটে।মালদহ ইসকনের রথযাত্রা উৎসব এই বছর ১৯ তম।
প্রতিবছরের মত এবারও মালদহ শহরের পল্লিশ্রী ময়দানে ইসকনের পক্ষ থেকে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছেন। এখানে সাতদিন জগন্নাথদেবকে রাখা হয়। চলে বিভিন্ন অনুষ্ঠান। প্রতিদিন ভোর থেকে শুরু হয় অনুষ্ঠান। দণ্ডিচা উৎসব উপলক্ষে ভোগ, প্রদাস বিতরণ হয়। প্রতিদিন ৫৬ রকম অন্নভোগ দেওয়া হয়। প্রতিদিন বিনামূল্যে অন্নভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। মায়াপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসকনের প্রভুরা এখানে আসেন ধর্মকথা শোনান। নিয়ম মেনে জগন্নাথদেবের পুজো, শয়ন সমস্ত কিছু হয়ে থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এই উৎসবে।
advertisement
advertisement
প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার ভক্তরা এখানে আসেন।প্রতিদিন সকালে ভগবানকে ঘুম থেকে তোলা হয়। তারপর থেকে শুরু হয় অনুষ্ঠান। সকালে ভোগ পুজো দেওয়া হয়। তারপর দুপুরে প্রভুকে শয়নে দেওয়া হয়। বিকেলে ঘুম থেকে তোলার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আরতি দেওয়া হয়। এই আরতি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ও অংশগ্রহণ করেন বহু ভক্ত। ইসকন সদস্য ব্রজলাল কাঁনাইদাস বলেন, এই বছর আমাদের রথ উৎসব ১৯ তম। সাতদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জগন্নাথদেবের পুজো সহ অন্নভোগ বিতরণ হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠীত হবে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 9:44 PM IST