Malda News: জানুয়ারিতেই চালু হবে রবীন্দ্র ভবন, জোরকদমে এগোচ্ছে কাজ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
রবীন্দ্র ভবন অডিটোরিয়াম সংস্কারের কাজ জোরকদমে এগোচ্ছে, জানুয়ারি মাস থেকেই চালু হয়ে যাবে
মালদহ: শীঘ্রই চালু হতে চলেছে সরকারি প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন। অর্থের অভাবে সংস্কারের কাজ বন্ধ হয়ে পড়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে এর জন্য। শুরু হয়েছে বাকি কাজ। আগামী বছরের শুরুতেই কাজ শেষ করে এই প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
রবীন্দ্র ভবনের কাজ কেমন এগোচ্ছে তা খতিয়ে দেখলেন জেলাশাসক ও ইংরেজবাজারের পুরপ্রধান।তাঁরা দ্রুত প্রেক্ষাগৃহ চালুর আশ্বাস দিয়েছেন। ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণচৌধুরী বলেন, রবীন্দ্র ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। এটি দীর্ঘদিন আগেই তৈরি হয়েছিল। মাঝে বন্ধ হয়ে পড়েছিল। আবার এটি সংস্কারের কাজ শুরু হয়েছে। মালদহ শহরের কৃষ্ণকালিতলা এলাকায় রয়েছে সরকারি এই প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন। এক সময় এখানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নানান সভা, আলোচনা সভা অনুষ্ঠিত হত। কিন্তু প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে যায় এই রবীন্দ্র ভবন।
advertisement
advertisement
জেলাবাসী রবীন্দ্র ভবন সংস্কারের দাবি তুলেছিল। প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজও শুরু করা হয়েছিল দু’বছর আগে। তবে অর্থের সমস্যার জন্য মাঝেই বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ১ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রবীন্দ্র ভবনের জন্য। সেই টাকায় আবারও সংস্কারের বাকি কাজ করা হচ্ছে। মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, ১ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রবীন্দ্র ভবন সংস্কারের জন্য। দ্রুত কাজ শেষ করা হবে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে রবীন্দ্র ভবন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 12:48 PM IST