Malda News: মালদহ মেডিকেলের বহির্বিভাগে লম্বা লাইন কমছে, সৌজন্যে কিউআর কোড
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
কিউআর কোড স্ক্যান করে টিকিট কেটে সহজেই মালদহ মেডিকেল কলেজে বহির্বিভাগে চিকিৎসা করাতে পারছেন রোগীরা
মালদহ: চিকিৎসা করাতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর। সরকারি হাসপাতালে এবার থেকে সহজেই মিলবে দ্রুত পরিষেবা। সঙ্গে অ্যানড্রয়েড ফোন থাকলেই সরকারি হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা করাতে গিয়ে দ্রুত মিলবে টিকিট। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এই পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।
মেডিকেল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই কিউআর কোড লাগানো হয়েছে। অ্যানড্রয়েড ফোনের গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে স্ক্যানার বার থেকে স্ক্যান করলেই মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা যাবে। রোগীর নাম, ঠিকানা সহ বেশ কিছু তথ্য দিয়ে অনলাইনে আবেদন করলেই বেরিয়ে আসবে টোকন। টোকন নম্বর নিয়ে বর্হি বিভাগে গিয়ে স্বাস্থ্য কর্মীদের কাছে নাম নথিভুক্ত করতে হবে। তারপরেই মিলবে চিকিৎসা করার সুযোগ।
advertisement
আরও পড়ুন: ভাটায় রোজ আটকায় নৌকা, পাকা জেটির দাবি
advertisement
এই পরিষেবা চালু হওয়ার ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের আর দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে না। মোবাইলের মাধ্যমে নিজেরা সমস্ত কিছু করতে পারবেন। মিলবে চিকিৎসা পরিষেবা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, বহির্বিভাগে রোগীদের প্রচুর ভিড় হয়। কিন্তু এই কিউ আর কোড ব্যবস্থা চালু হাওয়ায় রোগীদের আর লাইনে দাঁড়াতে হবে না। এতে করে রোগীরা অনেক সুষ্ঠুভাবে পরিষেবা পাবেন।
advertisement
মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন এই কিউআর স্ক্যানার সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য বহির্বিভাগে ভিড় কমানো। পাশাপাশি রোগীরা যেন সহজেই পরিষেবা পেয়ে যায়, সেই লক্ষ্যে এমন উদ্যোগ। বর্হিবিভাগে চিকিৎসা করতে এলেও লম্বা লাইনে দাঁড়িয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় রোগী ও তাঁর আত্মীয়দের। এতদিন ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই পরিষেবা চালু হওয়ায় রোগীদের আর লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না। গত তিনদিন ধরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে। অধিকাংশ রোগীরাই এই কিউআর স্ক্যানার ব্যবহার করে নিজেদের নাম নথিভুক্ত করছেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 11:16 PM IST