আবাস যোজনা নিয়ে শেষ হচ্ছে না অভিযোগ, এবার একেবারে অন্য চিত্র পুরাতন মালদহে

Last Updated:

আবাস যোজনায় প্রকল্পে একেবারেই উল্টো চিত্র মালদহে। রাজ্য জুড়ে যখন আবাস যোজনার তালিকা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্য, এদিকে মালদহের তিনটি গ্রাম পঞ্চায়েতের কোনও উপভোক্তার নাম নেই তালিকায়।

+
আবাস

আবাস যোজনা প্রকল্পের তালিকা শূন্য 

#মালদহ: আবাস যোজনায় প্রকল্পে একেবারে অন্য চিত্র মালদহে। রাজ্য জুড়ে যখন আবাস যোজনার যেখােন দুর্নীতির অভিযোগ উঠছে। তালিকা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্য আসছে। সেখানে মালদহের তিনটি গ্রাম পঞ্চায়েতের কোনও উপভোক্তার নাম নেই তালিকায়। সরকারি প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য দুস্থ পরিবার রয়েছে। ২০১৮ সালে সার্ভে হয়েছিল। কিন্তু তালিকায় কারও নাম আসেনি।
প্রশাসনের গাফিলতির জন্য তিনটি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়ে পড়েছেন দাবি স্থানীয়দের। যদিও পঞ্চায়েতের প্রধানরা এই বিষয়ে দায়ভার নিজের কাঁধে নিতে নারাজ। প্রধানদের অভিযোগ ব্লক প্রশাসন এই বিষয়ের জন্য দায়ী। যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিওর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসেছেন পুরাতন মালদহের সাহাপুর, মুচিয়া ও মহিষবাথান গ্রাম পঞ্চায়েতের যোগ্য উপভোক্তারা।
advertisement
মালদহে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে যেখানে গোটা জেলা উত্তাল। সেখানে পুরাতন মালদহ ব্লকের ঘটনা কার্যত নজির। পুরাতন মালদহ ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্তি এখনও শূন্য। সংশ্লিষ্ট পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পরিকল্পনাহীনতায় আবাস যোজনা থেকে বঞ্চিত হয়ে গেলেন হাজার হাজার বাসিন্দারা।
advertisement
advertisement
তিনটি পঞ্চায়েতের বাসিন্দারা খুঁজছেন কি করে এই ধরনের ঘটনা ঘটলো। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পঞ্চায়েত ও ব্লক প্রশাসন কর্তারা এ নিয়ে একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এই ঘটনায় পুরাতন মালদা ব্লক প্রশাসনকে দোষারোপ করেছেন যদিও পুরাতন মালদা ব্লক প্রশাসনের বিডিও ইরফান হাবিব এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে জানাননি। ফলে আবাস যোজনা নিয়ে অভিযোগের শেষ হচ্ছে না কিছুতেই।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
আবাস যোজনা নিয়ে শেষ হচ্ছে না অভিযোগ, এবার একেবারে অন্য চিত্র পুরাতন মালদহে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement