Offbeat News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে মেয়ে জামাই...জামাইয়ের দিকে এগিয়ে এল পুলিশের হাতকড়া...সবটা জানলে কেঁপে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat News: বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিল জামাই৷ কিন্তু সেখানেই ছন্দপতন৷ হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশ৷ নতুন জামাইয়ের হাতে হাতকড়া পরিয়ে তোলা হল পুলিশের গাড়িতে৷ নিয়ে যাওয়া হল শ্রীঘরে৷
মালদহ, জিএম মোমিন: বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিলেন জামাই৷ কিন্তু সেখানেই ছন্দোপতন৷ হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশ৷ নতুন জামাইয়ের হাতে হাতকড়া পরিয়ে তোলা হল পুলিশের গাড়িতে৷ নিয়ে যাওয়া হল শ্রীঘরে৷ ততক্ষণে গোটা ঘটনা জানা হয়ে গিয়েছে নববধূর পরিবারের সদস্যদের৷ জামাই ধর্ষণের আসামি৷ তাঁর বিরুদ্ধে গত ২৩ জুলাই এক মহিলা মালদহ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
গোটা ঘটনা জানতে পেরেই বেঁকে বসেছেন নতুন বউয়ের পরিবারবর্গ ৷ নববধূ স্বামীর ঘরে ফিরে যাবেন না কিনা তা রহস্যের দানা বেঁধেছে৷ গোটা ঘটনা ঘিরে আলোড়ন ছড়ায় পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি এলাকায়৷ জানা গিয়েছে, ধৃত জামাইয়ের নাম পলাশ দাস (২৫)৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়৷ এদিন নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যান ওই যুবক। আর সেখানেই পুলিশ হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন : গৃহত্যাগের ১০ বছর পর সাধুর ছদ্মবেশে বাড়ি ফিরে নৃশংস ভাবে স্ত্রীকে খুন করলেন ব্যক্তি
ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হল পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি এলাকায়। নতুন জামাইকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে আসে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। সেই মামলা করেছেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন মালদহ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও ধৃত যুবকের দাবী, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 1:34 AM IST