Mysterious death at Malda|| ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আম বাগানে ব্যক্তির করুণ পরিণতি শিহরিত করবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Mysterious death at Malda: ফোনে কথা বলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন পেশায় দর্জি এক ব্যক্তি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগানের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর।
#মালদহ: ফোনে কথা বলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন পেশায় দর্জি এক ব্যক্তি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগানের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর। মৃত দেহের পাশেই ছিল মোটর বাইক। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের কালিয়াচক থানারমোহাম্মদপুর টায়ার মোড় এলাকায়।
এ দিন মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাগানে বহু মানুষ ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। পরিবারের দাবি, কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। তবে কী কারণে খুন তার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কেষ্টর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা শিব ঠাকুরের কী হবে! আজই ভাগ্য নির্ধারণ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দারুল ইসলাম (৩৫)। পরিবারে রয়েছে স্ত্রী রোশনারা বিবি, এক ছেলে এবং দুই মেয়ে। দারুল ইসলাম পেশায় দর্জি। জানা গিয়েছে, দোকান প্রায় বন্ধই থাকত। তাই সংসার চালাতে মাঝেমঝ্যে কাপড় ফেরি করতেন দারুল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার গ্রামে কাপড় ফেরি করতে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে। খাওয়া দাওয়া করার পর একটি ফোন আসে। কেউ বা কারা ফোনে ডেকে পাঠায়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত পরিবারের লোকেরা ফোন করে। কিন্তু ফোন ধরেনি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। মৃতদের পাশেই পড়ে রয়েছে মোটরবাইক।
advertisement
advertisement
এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের স্ত্রী রোশনারা বিবি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামীকে বা কারা ফোন করে। তারপরে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত বাড়ি আসেনি।ফোন করলে ফোন ধরেননি। সকালে পুলিশ জানায়, স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে আম বাগানে। আমার অনুমান কেউ বা কারা আমার স্বামীকে ফোন করে ডেকে খুন করেছে। ঘটনার তদন্ত হোক।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
December 23, 2022 3:22 PM IST

