Viral Photo| Malda News|| গ্রামের আনাচে কানাচে পেখম তুলে নাচছে ময়ূর! যাবেন নাকি বাংলার এই গ্রামে?

Last Updated:

Mayur Gram from Malda now become very popular: গ্রাম জুড়ে বিচরণ করছে একটি পূর্ণ বয়স্ক পুরুষ ময়ূর। কখনও গ্রামের মধ্যে, আবার কখনো গ্রামের পাশে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে নিয়েই উন্মাদনা গ্রাম জুড়ে। ময়ূর দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু সাধারণ মানুষ।

+
title=

#মালদহ: গ্রাম জুড়ে বিচরণ করছে একটি পূর্ণ বয়স্ক পুরুষ ময়ূর। কখনও গ্রামের মধ্যে, আবার কখনও গ্রামের পাশে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে নিয়েই উন্মাদনা গ্রাম জুড়ে। ময়ূর দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু সাধারণ মানুষ। এমনকি ময়ূরের সৌজন্য গ্রামের নাম হয়ে গিয়েছে ময়ূরের গ্রাম। গ্রামের বাইরে থেকে আসা অনেকেই কাছে ময়ূরের গ্রাম নামেই পরিচিতি এই গ্রামের। তবে পুরাতন মালদহ ও গাজোল ব্লকের সীমান্তবর্তী এই গ্রামের নাম বিনতারা। প্রত্যন্ত এই গ্রামের এখন খ্যাতি ময়ূরের জন্য। এই ময়ূর দেখার টানেই গ্রামে আসছেন বাইরে থেকে প্রচুর মানুষ।
পুরাতন মালদহ ব্লকের এক অখ্যাত গ্রাম বিনতারা। নারায়ণপুর থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ধরে ১৯ কিলোমিটার আসলে পড়বে এই গ্রাম। গাজোল থেকে দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই গ্রামে আসলেই দেখা মিলবে এক পূর্ণবয়স্ক পুরুষ ময়ূরের। এমনি সময় লোকালয় বা জঙ্গলে ঘুরে বেড়ালেও বর্ষাকালে সকাল এবং বিকেলে পেখম মেলে নাচতে দেখা যায় এই ময়ূরকে। গ্রামের প্রায় প্রতিটি মানুষই এই দৃশ্য দেখেছেন। সকলেই খুব ভালোবাসেন এই ময়ূরকে। হঠাৎ এই গ্রামে ময়ূর দেখা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। গ্রামের বাসিন্দারা ময়ূরের রহস্য প্রকাশ্য নিয়ে আসেন। প্রায় আট বছর আগেকার কথা।
advertisement
আরও পড়ুন: প্লাস্টিক বর্জনে পড়ুয়াদের সচেতন করতে স্কুলে বিতর্ক সভা, আয়োজনে ব্লক প্রশাসন
গ্রামের এক আদিবাসী যুবক তালা মুর্মু কোথা থেকে দুটি ময়ূরের ডিম নিয়ে এসেছিলেন। তাদের বাড়িতে মুরগি ছিল। বাচ্চা ফোটানোর জন্য মুরগির ডিমের সাথে ময়ূরের দুটি ডিম রেখে দিয়েছিল। মুরগি তা দিয়ে সেই ডিম থেকে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলো খুব ছোট ছিল তখন মুরগির বাচ্চার সাথেই ঘুরে বেড়াতো। প্রথমে গ্রামের লোক কিছুই বুঝতে পারেননি। কিন্তু বাচ্চাগুলো বড় হতেই ময়ূরের চেহারা ধারণ করতে শুরু করে। প্রথমে তালা মুর্মুর বাড়ির আশেপাশেই ময়ূর দুটি থাকতো। কিন্তু বড় হতেই তারা বাড়ি ছেড়ে গ্রামের ঝোপঝাড় জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। ছয় মাস বয়সে একটি মারা যায়। একটি এখনো রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘরের মধ্যে বস্তা বস্তা টাকা! বেহালার ফ্ল্যাট থেকে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়
বাড়ি ঘরের আশেপাশেই ঘুরে বেড়ায়। রাতে উঠে থাকে কোনও গাছের মগ ডালে। গ্রামের মানুষেরা খাবার দিলে যেমন খায়, তেমনই নিজেও মাঠে-ঘাটে সারা দিনে খুঁটে খুঁটে খাবার জোগাড় করে। বর্ষাকালে সকাল এবং বিকেলে মেঘ উঠলে পেখম মেলে নাচতে দেখা যায় ময়ূরটিকে। তবে প্রতিবছর এই সময় তার পেখমের পালক ঝরে যায়। আবার নতুন করে গজাতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেগুলো বড় হয়ে যায়।
advertisement
বর্তমানে গ্রামের প্রতিটি মানুষ বুক দিয়ে আগলে রেখেছি এই ময়ূরটিকে। গ্রামের খুদেরা নিয়মিত দানাশস্য খেতে দেয়, ময়ূরকে। ময়ূরের সাথে সময় কাটায় তারা। সাধারণত মালদা জেলায় ময়ূর দেখা যায় না। প্রত্যন্ত মালদহের এই গ্রামের এক যুবকের সৌজন্যে ময়ূর দেখা যাচ্ছে মালদহে। তাই এই ময়ূরকে নিয়ে অনেকটাই আবেগ জড়িত স্থানীয়দের মধ্যে।
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Viral Photo| Malda News|| গ্রামের আনাচে কানাচে পেখম তুলে নাচছে ময়ূর! যাবেন নাকি বাংলার এই গ্রামে?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement