Mango: পচা আম বিক্রি করে লাখ লাখ টাকা আয়! বিরাট লাভ! কী করতে হবে জানুন !

Last Updated:

Mango: পচা আম বিক্রি করে মাসে আয় লক্ষাধিক টাকা। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই।

+
বিশেষ

বিশেষ পদ্ধতিতে আম পচানো হচ্ছে 

মালদহ: পচা আম বিক্রি করে মাসে আয় লক্ষাধিক টাকা। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই। আমের মরশুমে মালদহ জেলার বাগান গুলিতে একদিকে যেমন পাকা আমের গদি বসেছে, অপরদিকে আমকে পচানোর জন্য অস্থায়ী চৌবাচ্চা তৈরি হয়েছে বাগানের মধ্যে। ঝরে পড়ে যাওয়া আম থেকে শুরু করে আম পারার সময় পড়ে ফেটে যাওয়া নষ্ট আম এই চৌবাচ্চার মধ্যে জমা করা হচ্ছে। প্রথমে আমকে ছোট ছোট করে কাটা হয়। তারপর সেগুলি চৌবাচ্চার মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়া হচ্ছে। ৭ থেকে কুড়ি দিন চৌবাচ্চার মধ্যে লবণের সঙ্গে আম রেখে দিলেই সেগুলি পচে যাচ্ছে। আর ওই পচা আম বস্তা ভর্তি করে ভিন রাজ্যে রফতানি করা হচ্ছে।
প্রতি সপ্তাহে মালদহ জেলার বিভিন্ন আমবাগান থেকে কয়েক মেট্রিক টন পচা আম ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। মূলত উত্তরপ্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এ আম পাঠানো হয়। ব্যবসায়ী আইনূল মমিন বলেন, আমরা কাঁচা আম কিনে নেই। যে সমস্ত আম পাকবে না সেগুলি মূলত কেনা হয়। কুচকুচি করে কেটে লবণ দিয়ে আম পচানো হয়। চৌবাচ্চায় লবণ দিয়ে প্রায় ৭ থেকে ২০ দিন পর্যন্ত রাখা হয়। তারপর সেগুলি ভিন রাজ্যে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন:
advertisement
আসলে আমের আচার তৈরীর আগে প্রথমে আমকে লবণ দিয়ে পচানো হয়। এই নিয়মেই বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকে কোম্পানিগুলি। মালদহ থেকে মূলত কাঁচামাল বিভিন্ন রাজ্যে পাড়িদেয়। কারণ এই জেলাতেই দেশের সবথেকে বেশি আমের ফলন হয়। এখানকার বিক্রেতারা আম বাগানের মধ্যেই অস্থায়ী চৌবাচ্চা করে আমকে পচিয়ে তারপর সেগুলি পাঠান। এতে আচার কোম্পানিগুলির অনেক সুবিধা হয়। দ্রুত আচার তৈরি করতে। চলতি মরশুমে আমের ব্যাপক ফলন হয়েছে। তাই এই বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা দাম কম। বর্তমানে ৬০০ টাকা থেকে এক হাজার টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে পচা আম।
advertisement
ব্যবসায়ীরা জানান, তারা আম চাষী ও গ্রামের বাসিন্দাদের থেকে নষ্ট হয়ে যাওয়া আম কিনে নেন। কাঁচা অবস্থাতেই মূলত এ আম কেনা হয়। কারণ পাকা আমের আচার হয় না। কাঁচা আম কিনে সেগুলিকে কুচি কুচি করে কাটা হয়। তারপর অস্থায়ী চৌবাচ্চায় লবণের সঙ্গে মিশ্রণ করে রাখা হয়। ব্যবসায়ী ফিরোজ মিজ্ঞা বলেন, লবণ দিয়ে পচানো আম সবগুলোই ভিন রাজ্যে পাঠানো হয়। দেশের বিভিন্ন প্রান্তের আচার কোম্পানিগুলিতে এই আম যায়। আমরা এখান থেকে সেগুলি পাঠাই। ভিন রাজ্যে পাঠানোর দাম অনেকটা কম মিলছে। আমাদের রাজ্যে বা জেলায় যদি এ ধরনের আমের আচার কোম্পানি খোলা হয় তাহলে আমাদের আরো অনেক লাভ হবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Mango: পচা আম বিক্রি করে লাখ লাখ টাকা আয়! বিরাট লাভ! কী করতে হবে জানুন !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement