Malda news: সন্ধ‍্যার অন্ধকারে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি! বাধা দিতে গেলেন সিভিক ভলেন্টিয়ার, তারপর যা হল...

Last Updated:

বোমাবাজি গুলি চালিয়ে সোনার দোকানে লুট করে পালাচ্ছিল একদল দুষ্কৃতি। খবর পেয়ে দুষ্কৃতি দলকে একা বাধা দিতে যায় স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার। 

সন্ধ‍্যার অন্ধকারে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি! বাধা দিতে গেলেন সিভিক ভলেন্টিয়ার, তারপর যা হল...
সন্ধ‍্যার অন্ধকারে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি! বাধা দিতে গেলেন সিভিক ভলেন্টিয়ার, তারপর যা হল...
মালদহ: বোমাবাজি গুলি চালিয়ে সোনার দোকানে লুট করে পালাচ্ছিল একদল দুষ্কৃতি। খবর পেয়ে দুষ্কৃতি দলকে একা বাধা দিতে যায় স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার। দুষ্কৃতী দলের পথ আটকায় সিভিক ভলেন্টিয়ার একা। দুষ্কৃতীরা তাকে লক্ষ‍্য করে গুলি সেখান থেকে পালিয়ে যায়। এমনকী ভর সন্ধ্যায় সোনার দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ দোকান মালিক-সহ তিন জন।
মালদহের চাঁচোল থানার মালতীপুরের ঘটনা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনায় মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ারের। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মমিনুল হক (৩৫)। বাড়ি চাঁচলের কাশিমপুর এলাকায়। চাঁচল থানায় কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ দোকান মালিক গৌতম সেন-সহ এক দোকান কর্মী ও এক ক্রেতা।মালদহের মালতীপুর দুর্গা মন্দিরের পাশে ‘সেন জুয়েলার্স ’দোকানে ডাকাতি। দোকান মালিকের নাম গৌতম সেন।তার বাড়ি চাঁচলে।মঙ্গলবার ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই সোনার দোকানে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।
advertisement
এই ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভর সন্ধ্যায় আটজনের ডাকাতদল চারটি বাইক নিয়ে ওই সোনার দোকানে সামনে হাজির হয়।ডাকাতি করার আগে প্রথমে কয়েকটি বোমা ফাটায়। তারপর দোকান মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।গুলিবিদ্ধ হয়েছে মোট তিনজন।তাদের মধ্যে একজন দোকান মালিক,একজন স্টাফ ও একজন ক্রেতা।আর গুলি চলেছে কয়েক রাউন্ড।
advertisement
advertisement
এরপর ক্যাশ বক্স থেকে নগদ টাকা পয়সা ও দোকানের সোনা,রুপোর অলংকার নিয়ে চম্পট দেয় ডাকাতদল।গুলিতে জখমদের তাঁকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তারা চিকিৎসাধীন।ডাকাত দল ঠিক কত টাকা ও কত পরিমান সোনা,রুপোর অলংকার নিয়ে পালিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।ঘটনার খবর দেওয়া হয় চাঁচল থানায়।
advertisement
খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নের্তৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন।আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,ঘটনার তদন্ত শুরু হয়েছে।চারিদিকে নাকা চেকিং চলছে।খুব শীঘ্রই সোনার দোকানে ডাকাতি কাণ্ডে অভিযুক্তদের পাকড়াও করা হবে।এদিনের ডাকাতির ঘটনাটি চাউর হতেই মালতীপুরে প্রচুর মানুষ জড়ো হয়।ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চরমভাবে আতঙ্কিত মালতীপুরের বাসিন্দারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda news: সন্ধ‍্যার অন্ধকারে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি! বাধা দিতে গেলেন সিভিক ভলেন্টিয়ার, তারপর যা হল...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement