Malda News: সংসার চালাতে ঘরে তৈরি নাড়ু বেচা শুরু করেন মহিলা! এখন অনলাইনে বিশাল বিক্রি!

Last Updated:

Malda News: দুই বছর আগে শুরু করেছিলেন নাড়ু তৈরি করে বিক্রি করা। পুজোর মরশুমে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে নারকেল, মুড়ির তৈরি নাড়ুর। এতটাই বিক্রি বেড়েছে যে অতিরিক্ত লোক নিযুক্ত করেছেন এই কাজে!

+
নাড়ু

নাড়ু তৈরি করছেন অঙ্গনওয়াড়ী সহায়ক 

#মালদহ: বিকল্প কর্মসংস্থান হিসাবে ঘরোয়া পদ্ধতিতে নাড়ু তৈরি করে সফল। এখন অন লাইনে বিক্রি করছেন পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক মহিলা। দুই বছর আগে শুরু করেছিলেন নাড়ু তৈরি করে বিক্রি। পুজোর মরশুমে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে নারকেল, মুড়ির তৈরি নাড়ুর। তাই দুর্গা পুজো থেকে কালি পুজো পর্যন্ত ব্যস্ততা তুঙ্গে। এই সময় অতিরিক্ত কারিগর নিযুক্ত করে কাজ করতে হচ্ছে। একেবারে ঘরোয়া পদ্ধতিতেই নারকেল মুড়ি দিয়ে নাড়ু তৈরি করেন পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক রাখী মন্ডল। তাই বাজারে এর চাহিদা বেশি। মালদা শহরের অধিকাংশ ব্যবসায়ী তার কাছ থেকে সংগ্রহ করেন। চলতি বছর আরো চাহিদা বেড়েছে। মালদহ শহরের বাজারের পাশাপাশি অনলাইন মাধ্যমেও বুকিং করার নিয়ম চালু করেছেন তিনি।
এতে জেলার বাইরের অনেক ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করে অর্ডার দিচ্ছেন। বিকল্প কর্মসংস্থান হিসাবে নাড়ু তৈরি করে আপাতত সফল পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক এই মহিলা। মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালী আরাপুরের বাসিন্দা রাখি মন্ডল। তিনি পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক। সামান্য বেতন পান। তা দিয়ে সংসার চলা দায়। গত দুই বছর আগে তার স্বামী বিকল্প কর্মসংস্থান হিসাবে নাড়ু শুরু করেছিলেন। কয়েক মাসের মধ্যেই চাহিদা বাড়তে থাকায় রাখি মন্ডল এই পেশার সাথে যুক্ত হয়ে পড়েন। নিজের কাজের ফাঁকে যেটুকু সময় পান স্বামীর সাথে বসে পড়েন নাড়ু তৈরি করতে। এখন মূলত তিনি নাড়ু তৈরি করেন। স্বামী বিভিন্ন জায়গায় সেই নাড়ুগুলো পৌঁছে দেন।
advertisement
advertisement
সামনেই লক্ষ্মীপুজো এই সময় সবচেয়ে বাজারে বেশি চাহিদা নারকেল ও মুড়ির নাড়ুর। বর্তমানে অতিরিক্ত কারিগর নিযুক্ত করে চলছে কাজ। এখন ভাল বিক্রিও হচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি হওয়ায় মানুষের মধ্যে চাহিদাও রয়েছে এই নাড়ুর। শহরাঞ্চলের অনেকেই নিজেরা নাড়ু তৈরি না করে বাজার থেকে কিনে দিচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মালদহ শহর সংলগ্ন রাখি মন্ডল ও তার স্বামী নাড়ু তৈরি শুরু করেছিলেন। বিকল্প কর্মসংস্থা হিসাবে এখন সফল তাদের এই ব্যবসা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সংসার চালাতে ঘরে তৈরি নাড়ু বেচা শুরু করেন মহিলা! এখন অনলাইনে বিশাল বিক্রি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement