Malda News: ঘণ্টায় ১২০ কিমি! বন্দে ভারতের ঝড়ের গতিতে মুগ্ধ যাত্রীরা

Last Updated:

ট্রেনের গতি,যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে খাবারের মান, বন্দে ভারত এক্সপ্রেসকে দরাজ সার্টিফিকেট প্রথম যাত্রীদের...

+
ট্রেনের

ট্রেনের সামনে সেলফি তোলার ভিড়

#মালদহ: বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে উদ্বোধন হয়েছে পশ্চিমবঙ্গে। আগামী ১ জানুয়ারি থেকে নিয়মিত চলাচল করবে এই ট্রেন হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে। সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। ইতিমধ্যে এ ট্রেনকে ঘিরে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা।
যাত্রী পরিষেবা, ট্রেনের ভাড়া গতি এই সমস্ত কিছু নিয়ে নানান প্রশ্ন সাধারন মানুষের মধ্যে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রকাশ করা হয়েছে। এমনকি শুরু হয়েছে বুকিং। এখনো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এই ট্রেনের গতিবেগ নিয়ে। সত্যিই কি এত গতিবেগে চলবে এই ট্রেন? উদ্বোধনের দিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সঙ্গী হয়েছেন অনেকেই।
advertisement
advertisement
যাত্রীদের অনেকেই জানালেন এই ট্রেনের গতি সম্পর্কে। যাত্রীদের বক্তব্য এই ট্রেনের গতিবেগ সত্যি অবিশ্বাস্য। ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে এদিন চলেছে এই ট্রেন এমনটাই দাবি যাত্রীদের একাংশের। পাশাপাশি ট্রেনের যাত্রীদের জন্য যে খাবার পরিবেশন করা হচ্ছে তা খুবই ভাল। অন্যান্য সাধারণ ট্রেনে এ ধরনের খাবার সাধারণত দেওয়া হয় না বলে দাবি করছেন যাত্রীরা। এমনকি ট্রেনের কর্মীদের ব্যবহার মুগ্ধ করার মত।
advertisement
সবকিছু মিলিয়ে ভারতবর্ষের দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা, পশ্চিমবঙ্গবাসীর মন ছুঁয়েছে। এমনকি রেলের পক্ষ থেকেও যাত্রীদের সমস্ত রকমের সুযোগ সুবিধা পরিষেবা সুষ্ঠুভাবে পরিবেশন করার চেষ্টাও করা হচ্ছে বলে জানান রেলের কর্তারা। প্রথমদিনের এক যাত্রী অনিশ ব্যানার্জী বলেন, এই ট্রেনের পরিষেবা আমার খুব ভালো লেগেছে। ট্রেনের গতি খুব ভালো। খাবারের পরিষেবার মান ভাল। সব মিলিয়ে পরিষেবা খুব সুন্দর।
advertisement
হরষিত সিংহ ( Harashit Singha)
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ঘণ্টায় ১২০ কিমি! বন্দে ভারতের ঝড়ের গতিতে মুগ্ধ যাত্রীরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement