Malda News: মশার ধূপেই পুড়ে ছাই মেয়ের বিয়ের স্বপ্ন! ঘটে গেল ভয়াবহ ঘটনা! আতঙ্ক মালদায়

Last Updated:

Malda News: মশার ধূপ থেকে ঘটে গেল ভয়াবহ কাণ্ড! গোটা এলাকায় ছড়াল আতঙ্ক

আগুনে ভস্মীভূত বাড়ি
আগুনে ভস্মীভূত বাড়ি
মালদহ:  মশার উপদ্রব থেকে রেহাই পেতে মশা মারার ধূপ জ্বালানো ছিল ঘরে। সেই ধূপের ধোঁয়া থেকেই সর্বনাশ নেমে আসল পরিবারের। তিলে তিলে জমানো মেয়ের বিয়ের জন্য নগদ টাকা সহ সোনার অলংকার পুড়ে ভস্মীভূত হল। শুধু তাই নয়, ধোঁয়া থেকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ভস্মীভূত হল সমস্ত কিছু।ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে তিনটি পরিবার।
বৃহস্পতিবার মালদহের চাঁচল-২ নং ব্লকের হারোহাজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। পেশায় ইটভাটার শ্রমিক রশিদ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা।তার দুই ছেলে আশরাফুল ও আতাউর রহমানের ঘর পুড়ে ছাই হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি গবাদি পশু,খাদ্য সামগ্রী,ধান,গম সব কিছুই পুড়ে গিয়েছে।ঘরে মজুত থাকা নগদ টাকা ও সোনার গয়না সবকিছুই নষ্ট হয়েছে।তিনটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা। এমনটাই দাবি পরিবারের লোকেদের।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ভোররাতে হঠাৎ আগুন লেগে যায়।আগুন দেখতে পেয়েই পরিবারের লোকজনদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন।
advertisement
advertisement
আগুন নেভানোর কাজে তার ঝাঁপিয়ে পড়েন।পাশাপাশি চাঁচলের দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।গ্রামবাসী ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসলেও পরিবার গুলির সবকিছুই বিধ্বংসী অগ্নিকাণ্ডে সবকিছুই পুড়ে যায়।পরিবার সূত্রে জানা গিয়েছে,গোয়ালঘরের মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়।গোয়ালঘর থাকা আগুন থেকেই ওই আগুন ছড়ায়।
advertisement
 
নিমেষেই তিনটি  বাড়ি পুড়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্থ আশরাফুল স্ত্রী মেহেরুন বিবি বলেন,মাস দুয়েক পরে মেয়ের বিয়ে।বিয়ের জন্য সোনার গয়না ও টাকা পয়সা জোগাড় করছিলাম। নগদ এক লক্ষ টাকা ও দেড় ভরি সোনার গয়না বানিয়ে ঘরে রেখিছিলাম।ঋণ নিয়ে নগদ এক লক্ষ টাকা বাক্সে রেখেছিলাম।আগুনে সবই জ্বলে শেষ হয়ে গেল।এখন কি করব কিছু ভেবে পাচ্ছিনা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মশার ধূপেই পুড়ে ছাই মেয়ের বিয়ের স্বপ্ন! ঘটে গেল ভয়াবহ ঘটনা! আতঙ্ক মালদায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement