Malda News: বাংলা শস্য বীমায় আবেদন করেননি? এখুনি জানুন কী করতে হবে! বিপুল সুবিধা

Last Updated:

Malda News: খরিফ মরশুমের বাংলা শস্য বিমায় আবেদন শুরু হয়েছে। রয়েছে বিপুল সুবিধা! এখুনি জেনে নিন কীভাবে আবেদন করবেন! রইল বিস্তারিত

+
ফসলের

ফসলের ক্ষতি পূরণের জন্য শস্য বীমা

#মালদহ:  খরিফ মরশুমের বাংলা শস্য বিমায় আবেদন শুরু হয়েছে। মালদহ জেলার প্রতিটি ব্লক স্তরের কৃষকদের এই বিষয়ে সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল মালদহ জেলা কৃষি দফতর। বুধবার মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে কৃষি দফতরের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। বাংলা শস্য বীমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা ঘুরবে এই ট্যাবলোটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিংঘানীয়া, অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও ভূমি সংস্কার) শম্পা হাজরা, মালদহ জেলা কৃষি দফতরের আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস সহ অন্যান্য জেলা প্রশাসনের কর্তা আধিকারিকেরা।
বাংলা শস্য বীমা- খরিফ ২০২২,মালদহ জেলা
বীমাযোগ্য ফসল- ধান, ভুট্টা
advertisement
বীমা যোগ্য কৃষক- সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞপ্তিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করেছেন বা করবেন তারা সকলেই খারিফ ২০২২ মরশুমে বাংলা শস্য বীমার আওতাভুক্ত হতে পারবেন।
বীমা করার সময়সীমা-ধান ৩১ আগষ্ট ২০২২ভুট্টা- ৩১ জুলাই ২০২২
ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়-রোপন / বপন জনিত বিফলতাঅন্তর্বর্তী ক্ষতিপূরণমরশুম শেষের ক্ষতিপূরণ
advertisement
বীমা যোজনা করার পদ্ধতি- ১) সমস্ত কৃষকেরা বীমা করবার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বীমা কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ডিমার কোম্পানির টোল ফ্রি নম্বর- ১৮০০-৫৭২-০২৫৮ তে যোগাযোগ করুন।
২) কৃষকদের বীমা শংসাপত্র অনলাইনে বাংলা শস্য বীমার পোর্টাল
কৃষকদের নিম্নলিখিত নথির কপি দিতে হবে-
১) ভোটার আইডি কার্ড২) আঁধার কার্ড৩) নিজের নামে ব্যাঙ্কের পাস বই( ছবি সমেত)/ বাতিল চেক৪) খতিয়ান/পরচা বা পাট্টা দলিল৫) নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সময়ের শংসাপত্র।৬) ফসল রোপনের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক তার অনুমোদিত প্রতিনিধি অথবা রিভিউ ইন্সপেক্টর ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত প্রাণ ও পুনর্বাসন দফতর কর্তৃক প্রদত্ত।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বাংলা শস্য বীমায় আবেদন করেননি? এখুনি জানুন কী করতে হবে! বিপুল সুবিধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement