Malda News: গরমে ট্রাফিক পুলিশদের সাহায্য করতে ঘুরে ঘুরে জল খাওয়ালেন কাউন্সিলর

Last Updated:

সুজিত সাহা নামে ওই কাউন্সিলর তাঁর দলবল নিয়ে মালদা শহরের প্রতিটি ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন পানীয় জলের বোতল।

+
title=

মালদহ: উত্তর থেকে দক্ষিণ তীব্র তাপপ্রবাহে ঝলসে যাচ্ছে বাংলা। সকাল থেকেই বাইরে বের হওয়া যাচ্ছে না। সূর্যাস্তের পরও স্বস্তি মিলছে না বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যাধিক থাকায়। এক একটা শহরের তাপমাত্রা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। এই অসহনীয় পরিস্থিতিতেও নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ। চিকিৎসকরা দুপুরে জরুরি দরকার ছাড়া বাইরে বের হতে নিষেধ করছেন। কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখতে এই প্রবল রোদের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁদের এই দায়িত্ববোধকে স্যালুট করে করে এক অন্যরকম মানবিক উদ্যোগ দেখা গেল।
ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে নিজেদের দায়িত্ব পালন করছে। আর সেই ট্রাফিক কর্মীদের সুস্থ স্বাভাবিক রাখতে এবার এগিয়ে এলেন মালদহের এক কাউন্সিলর। সুজিত সাহা নামে ওই কাউন্সিলর তাঁর দলবল নিয়ে মালদহ শহরের প্রতিটি ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন পানীয় জলের বোতল। পাশাপাশি এই প্রবল গরম মোকাবিলার উপযোগী অন্যান্য সামগ্রীও তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে।
advertisement
advertisement
তাঁর এই উদ্যোগ প্রসঙ্গে সুজিত সাহা বলেন, প্রচন্ড গরমেও ট্রাফিক পুলিশ নিজেদের কর্তব্যে অবিচল। প্রতিদিন তাঁদের সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। তাই তাঁদেরকে একটু পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। যাতে এই তীব্র গরমে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গরমে ট্রাফিক পুলিশদের সাহায্য করতে ঘুরে ঘুরে জল খাওয়ালেন কাউন্সিলর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement