Malda News: শহর পরিষ্কার রাখতে কড়া পুরসভা! যত্রতত্র ময়লা ফেললেই দিতে হবে মোটা টাকার জরিমানা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
শহর পরিষ্কার রাখতে কড়া হচ্ছে পুরসভা। এবার যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হবে কর। এমনি নয়া নির্দেশিকা জারি করতে চলেছে মালদহের ইংরেজবাজার পুরসভা। ইতিমধ্যে এই বিষয়ে বিওসির বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলির জন্য এই নিয়ম চালু করা হবে।
#মালদহ : শহর পরিষ্কার রাখতে কড়া হচ্ছে পুরসভা। এবার যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হবে কর। এমনি নয়া নির্দেশিকা জারি করতে চলেছে মালদহের ইংরেজবাজার পুরসভা। ইতিমধ্যে এই বিষয়ে বিওসির বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলির জন্য এই নিয়ম চালু করা হবে। আগামীতে শহরের সকলস্তরের নাগরিকদের কর গুনতে হবে সেখানে সেখানে আবর্জনা ফেললে। বর্তমানে শহরের বাসিন্দারা যত্রতত্র আবর্জনা ফেলে দিচ্ছেন। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভা কে।
এদিকে শহরজুড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে কিছু দিন আগেই আবর্জনা ফেলা নিয়ে সাবধান করা হয়েছিল পুর নাগরিকদের। ওয়ার্ডগুলিতে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরি করে হোডিং দেওয়া হয়েছিল। আবার যে সমস্ত রাস্তার পাশে বাসিন্দারা বেআইনি ভাবে আবর্জনা ফেলে নোংরা করতেন সেই জায়গা গুলিতে আবর্জনা না ফেলার বোর্ড দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ রাজ্য সড়ক জুড়ে বেআইনি পার্কিং, অভিযান চালিয়ে জরিমানা পুলিশের
কিন্তু তারপরেও কিছু জায়গায় মানুষ নিয়মিত আবর্জনা ফেলে চলেছে। এদিকে পুরসভার পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি আবর্জনা ফেলার বালতি দেওয়া হয়েছে। পচনশীল আবর্জনার জন্য আলাদা বালতি ও অপচনশীল আবর্জনার জন্য আলাদা বালতি দেওয়া হয়েছে। নাগরিকদের নির্দিষ্ট বালতিতে নোংরা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পুরসভার সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পালিয়ে বিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর! দোষের ভাগী হল প্রিয় বান্ধবী! তারপর যা ঘটল...
কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মালদহ শহরের বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পড়ে থাকছে রাস্তার উপর। কিছুদিন আগেই রাজ্য সরকারের পুরনগর উন্নয়ন দফতরের একটি প্রতিনিধি দল মালদহের ইংরেজবাজার পুরসভা পরিদর্শনে আসেন। রাজ্য প্রতিনিধি দলের সদস্যরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দেন পুরকর্তাদের। সেই মত পুরসভার পক্ষ থেকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কর চালুর চিন্তা ভাবনা শুরু হয়েছে। পুরসভার নিয়ম অমান্য করে যেখানে সেখানে আবর্জনা ফেললেই জরিমানা দিতে হবে নাগরিকদের।
advertisement
Harashit Singha
Location :
First Published :
December 03, 2022 4:49 PM IST