মালদহ: পুড়ে ছাই হয়ে গেল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হিজল জঙ্গল। প্রায় ৫০ একর জমির উপর গড়ে উঠেছিল এই জঙ্গল। এতে যেমন পরিবেশের ক্ষতি হল, তেমনই অস্তিত্ব সঙ্কটে পড়ল প্রাচীন হিজল গাছ। প্রয়াত কবি জীবনানন্দ দাশের লেখায় এই হিজলের উল্লেখ ছিল।
মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুরে এই হিজল জঙ্গলটি অবস্থিত। কাঁটা তারের বেড়ার দু'দিকেই আছে হিজল জঙ্গল। রবিবার দুপুর থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে জঙ্গলে। সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রথম নজরে আসে সেখানে কর্মরত বিএসএফ জওয়ানদের। প্রথমে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পৌঁছয় দমকলে। মালদহ থেকে দুটি ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তাদের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন নিভলে দেখা যায় গোটা হিজল জঙ্গলটাই পুড়ে খাক হয়ে গিয়েছে।
আরও পড়ুন: হরিনামের আসর থেকে বাড়ি ফেরার পথে শেষ হয়ে গেল গোটা পরিবার! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর জখম ২
এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে হবিবপুরে বিডিও সুপ্রতীক সাহা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের হিজল বনে হঠাৎ বাংলাদেশের প্রান্ত থেকে আগুন লাগে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দমকলে খবর দেয়। সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হলেও জঙ্গলের বহু গাছ পুড়ে গিয়েছে। তবে কী করে এই জঙ্গলে আগুন লাগল তা কারোর কাছেই স্পষ্ট নয়।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News