Kalbaishakhi in Malda- উড়ে গেছে বাড়ির ছাউনি, ভেঙে পড়েছে গাছের ডাল! কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড রতুয়া!

Last Updated:

কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড মালদহের রতুয়া এক ও দুই নম্বর ব্লকের বিস্তৃর্ণ এলাকা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা
#মালদহ- কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড মালদহের রতুয়া এক ও দুই নম্বর ব্লকের বিস্তৃর্ণ এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় আছড়ে পরে মালদহ  জেলাজুড়ে।  তবে এদিনের ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রতুয়ার দুটি ব্লক।ক্ষতি হয় আম চাষেও। পাশাপাশি একাধিক কাঁচা বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। আবার কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডাল ভেঙ্গে পড়ে বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে।
কয়েক মিনিটের ঝড়ে গোটা রতুয়া জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিন  রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে রতুয়া গ্রামীণ হাসপাতাল। চিকিৎসাধীন রোগী ও চিকিৎসকরা সমস্যায় পড়েছেন বিদ্যুৎ না থাকায়।ঝড় থেমে যাওয়ার পর থেকেই বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়েছে।
তবে গোটা এলাকা জুড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ছিঁড়ে গেছে  বৈদ্যুতিক তার। শুক্রবার দিনভর কাজ করার পরেও এলাকার বিদ্যুৎ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে জানিয়েছেন দফতরের কর্মীরা। যদিও জেলা প্রশাসন ও বিদ্যুৎ দফতরের উদ্যোগে দ্রুত গতিতে কাজ করার চেষ্টা চলছে। দুটি ব্লক জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানতে পারেনি জেলা প্রশাসন।
advertisement
advertisement
এদিন কালবৈশাখীর প্রভাব সবথেকে বেশি পড়েছে রতুয়া এক নম্বর ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়তে। পাশাপাশি রতুয়া ২ নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা গিয়েছে। এদিন ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মোট ১৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষয়ক্ষতি হয় ব্যাপক পরিমাণে। ঘটনার পর থেকেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।
advertisement
ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, "৫২ বছর ধরে রতুয়ায় বাস করছি। এমন কালবৈশাখীর তাণ্ডব আগে কোনদিন দেখিনি। এবার এই প্রথম এত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। আমার বাড়ির উপর এই গাছের ডাল ভেঙে পড়েছে। বাড়ির সামনে আমবাগান। বাগানের প্রায় সমস্ত আম ঝড়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।"
advertisement
এদিনের কালবৈশাখীর তাণ্ডবে রতুয়ার আমবাগানগুলিতে ব্যাপকহারে ক্ষতি হয়েছে। চলতি মরশুমে এমনিতে আমের ফলন তুলনামূলক কম হয়েছে। তার ওপর মালদহ জেলার উপর দিয়ে একের পর এক কালবৈশাখীর তাণ্ডব ক্ষতি করেছে আম চাষের। এদিন রতুয়া জুড়ে প্রায় প্রতিটি বাগানেরই ৬০ থেকে ৭০ শতাংশ আম ঝড়ে পড়েছে। চলতি মরশুমে আমের ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় আমচাষিদের। লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় আম ব্যবসায়ী থেকে আম চাষিরা।
advertisement
রতুয়া এক নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পা বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বিস্তৃর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য আমরা দ্রুত সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছি।"
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Kalbaishakhi in Malda- উড়ে গেছে বাড়ির ছাউনি, ভেঙে পড়েছে গাছের ডাল! কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড রতুয়া!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement