হোম /খবর /মালদহ /
করোনার ধাক্কায় বেহাল পড়াশোনা, হাল ফেরাতে করনীয় কী

Malda News: করোনার ধাক্কায় পড়াশোনার মান কমেছে, সমস্যা সমাধানে উদ্যোগী মালদহ

X
title=

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পেতে দেখা গিয়েছে এই বছর পাশের হার কমেছে। সেইসঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার সংখ্যাও অনেকটা কমেছে।

  • Share this:

মালদহ: করোনার জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে লেখাপড়া। একটা বড় সময় টানা সেভাবে পড়াশোনা না করায় ছেলেমেয়েদের অনেকেরই পড়াশোনার ভিত দুর্বল হয়ে গিয়েছে। অনেকে আবার মন বসাতে পারছে না পড়ায়। এই পরিস্থিতি কাটিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদহ জেলা প্রশাসন।

আরও পড়ুন: প্যাঙ্গোলিন ঢুকতেই দরজায় ছিটকিনি তুললেন গৃহকর্তা, এসে উদ্ধার করল বন দফতর

ঠিক হয়েছে শিক্ষক-শিক্ষিকারা ঠিক মতো স্কুলে পড়াচ্ছেন কিনা, লেখাপড়ার ক্ষেত্রে স্কুলে কোন‌ও পরিকাঠামগত সমস্যা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে মালদহ জেলা প্রশাসনের কর্তারা এক জরুরি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার শাহ কুমার অমিত সহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরা।

স্কুল-কলেজে শিক্ষার পরিবেশ উন্নত করা, বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো সঠিক রাখা, মিড ডে মিলের খাবারের মান উন্নত করা , স্কুল কলেজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, স্কুল-কলেজে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে কলেজ ও স্কুল কর্তৃপক্ষদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পেতে দেখা গিয়েছে এই বছর পাশের হার কমেছে। সেইসঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার সংখ্যাও অনেকটা কমেছে। শিক্ষাবিদদের মতে, করোনার প্রভাবেই পড়াশোনার এই হাল।

হরষিত সিংহ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Meeting