Alipurduar News: প্যাঙ্গোলিন ঢুকতেই দরজায় ছিটকিনি তুললেন গৃহকর্তা, এসে উদ্ধার করল বন দফতর
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ছেত্রীলাইনের বাসিন্দা মঞ্জুল রাইয়ের ঘরে হঠাৎ একটি প্যাঙ্গোলিন ঢুকে পড়ে। তাকে দেখতে পেয়েই স্থানীয়রা মঞ্জুল রাইয়ের বাড়ির সামনে ভিড় করতে শুরু করে।
আলিপুরদুয়ার: বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা নিয়ে মানুষের সচেতন হচ্ছে তার প্রমাণ মিলল। বাড়ির মধ্যে প্যাঙ্গোলিন ঢুকে পড়ায় তাকে চোরাশিকারীদের হাত থেকে বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে দিলেন বাড়ির মালিক। তারপর বনকর্মীদের ডেকে এনে প্যাঙ্গোলিনটিকে তাদের হাতে তুলে দেন। কালচিনির ছেত্রীলাইনের ঘটনা।
আলিপুরদুয়ারের কালচিনির ছেত্রীলাইনের বাসিন্দা মঞ্জুল রাইয়ের ঘরে হঠাৎ একটি প্যাঙ্গোলিন ঢুকে পড়ে। তাকে দেখতে পেয়েই স্থানীয়রা মঞ্জুল রাইয়ের বাড়ির সামনে ভিড় করতে শুরু করে। এতে ওই বিরল প্রজাতির প্রাণীটির বিপদ ঘটতে পারে টের পেয়ে গৃহকর্তা প্যাঙ্গোলিনটি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দেন। এলাকাবাসীদের হাত থেকে প্যাঙ্গোলিনকে বাঁচিয়ে মঞ্জুল এরপর বনকর্মীদের খোঁজ শুরু করেন।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। তাঁরা প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করেন। বন দফতর সুত্রে খবর, প্রাথমিক চিকিৎসার জন্য তাকে প্রথমে প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর প্যাঙ্গোলিনটিকে পুনরায় জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মঞ্জুল রাইয়ের ভূমিকায় খুশি বন বিভাগ।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্যাঙ্গোলিন ঢুকতেই দরজায় ছিটকিনি তুললেন গৃহকর্তা, এসে উদ্ধার করল বন দফতর










