Durga Puja 2022|| মাটি সংরক্ষণের বার্তা, মাটি ছাড়াই মৃন্ময়ী মূর্তি গড়ছেন হোমগার্ড

Last Updated:

Idols are made without clay at Malda: মাটি সংরক্ষণের বার্তা দিতে মাটি ছাড়াই মৃন্ময়ী দেবী মূর্তি তৈরি করছেন পেশায় হোমগার্ড কর্মী মৃৎশিল্পী।‌ সময় এসেছে মাটি সংরক্ষণের।

+
title=

#মালদহ: মাটি সংরক্ষণের বার্তা দিতে মাটি ছাড়াই মৃন্ময়ী মূর্তি তৈরি করছেন পেশায় হোমগার্ড মৃৎশিল্পী।‌ সময় এসেছে মাটি সংরক্ষণের। একদিকে ভূমিক্ষয় ও অপরদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে মাটি। এমনকি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গাছের আশেপাশের মাটি কেটে নেওয়ার ফলে গাছের বেঁচে থাকতে সমস্যা হচ্ছে। এইভাবে চলতে থাকলে একদিন পরিবেশ নষ্ট হবে। বর্তমানে বেড়েছে প্রতিমা তৈরীর সংখ্যা, এমনকি মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়ে থাকে কুমোরটুলি গুলিতে। বর্তমানে মাটির সমস্যা দেখা দিতে শুরু করেছে। সহজেই মিলছে না মাটি। কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরা। পর্যাপ্ত মাটি না মেলায় প্রতিমা তৈরিতে সমস্যা হচ্ছে।
এই মাটির সমস্যা দেখা দিতেই মাটি ছাড়াই দুর্গা প্রতিমা তৈরির চিন্তাভাবনা মালদহ শহরের কৃষ্ণকালীতলা এলাকার বাসিন্দা হোমগার্ড কর্মী বিষ্ণুপদ সাহার। সাধারণ মানুষের মধ্যে মাটি সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এ বার তার প্রতিমা তৈরির চিন্তাভাবনা। তাই মাটি ছাড়াই প্রতিমা তৈরি করছেন তিনি। মাটির পরিবর্তে গম ও ধানের তুষ দিয়ে দেবীর মৃন্ময়ী রূপ নিয়ে এসেছেন। প্রতিমা সাজাচ্ছেন রাংতা দিয়ে। প্লাস্টিক থার্মোকল নিষিদ্ধ সরকারিভাবে। সেই বার্তাকেও নিজের শিল্প কলার মধ্যে ফুটিয়ে তুলতে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে না কোনও প্লাস্টিক বা থার্মোকলের সামগ্রিক।
advertisement
আরও পড়ুনঃ ঠাকুর থাকে সারা বছর, উলুবেড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর অন্য ইতিহাস
কর্মব্যস্ততার মাঝে যেটুকু সময় পান তিনি প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। তাই প্রায় দুই মাস আগে থেকেই শুরু করেছিলেন প্রতিমা তৈরীর কাজ। হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই উৎসবের সূচনা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করতে এখন তিনি রাত জেগেও কাজ করছেন।
advertisement
advertisement
এই প্রথম নয়, এর আগেও মাটি ছাড়া বিভিন্ন উপাদান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করবে জেলাবাসীর নজর কেড়েছেন এই হোমগাড কর্মী। কখনো কমলালেবুর খোসা, আবার কখনো তেজপাতা, সুতো সহ বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি। মাঝে দু-বছর করোনা পরিস্থিতিতে প্রতিমার কাজ বন্ধ রেখেছিলেন। এবছর আবারও সাধারণ মানুষের মধ্যে নতুন বার্তা পৌঁছে দিতে তাঁর প্রতিমা তৈরির প্রয়াস। তার এই প্রতিমাস সাধারণ মানুষকে অনেকটাই সচেতন করবে বলে মনে করছেন হোমগার্ড কর্মী। কৃষ্ণকালীতলা এলাকার বাসিন্দা বিষ্ণুপদ সাহা দীর্ঘদিন ধরেই মালদহ জেলা পুলিশের হোমগার্ড পদে কর্মরত। আর মাত্র দু'মাস চাকরি রয়েছে। তারপরেই তিনি অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণের পর এই শিল্পকেই প্রধান পেশা হিসেবে বেছে নিতে চান বিষ্ণুপদ সাহা।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Durga Puja 2022|| মাটি সংরক্ষণের বার্তা, মাটি ছাড়াই মৃন্ময়ী মূর্তি গড়ছেন হোমগার্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement