মালদহঃ হোলি উৎসবে ট্রেনে বাড়তি যাত্রী যাতাযাত করেন। তাই অতিরিক্ত ভিড় হয় ট্রেনে। এ বার হোলি উৎসবে অতিরিক্ত যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা মালদহ রেল ডিভিশনের। আসন্ন হোলিতে যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে একটি হোলি স্পেশ্যাল ট্রেন মালদহ টাউন এবং ভালসাডের মধ্যে চলবে।
০৯০১১ ভালসাড–মালদহ টাউন হোলি স্পেশ্যাল ট্রেনটি ০২.০৩.২০২৩ এবং ২৩.০৩.২০২৩ (৪ ট্রিপ)। প্রতি বৃহস্পতিবার ২২.১৫ মিনিটে ট্রেন ভালসাড ছাড়বে। ০৯০১২ মালদহ টাউন-ভালসাড হোলি স্পেশ্যাল ০৫.০৩.২০২৩ এবং ২৬.০৩.২০২৩ (৪ ট্রিপ)-এর মধ্যে প্রতি রবিবার ০৯.০৫ টায় মালদহ টাউন ছেড়ে যাবে।
আরও পড়ুনঃ সর্বনাশ! সাত-সকালে বাজারে এল 'দৈত্য', দেখতে ছুটল সকলে! ছবি দেখলে আঁতকে উঠবেন
স্পেশ্যাল ট্রেনটি পূর্ব রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর থেকে আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে। বিশেষ এই ট্রেনে থাকবে জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। ০৯০১২ মালদহ টাউন-ভালসাড হোলি স্পেশ্যালের জন্য টিকিটের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে ২৬.০২.২০২৩ থেকে পাওয়া যাবে৷
স্পেশ্যাল ট্রেন তাই মেইল ও এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করা হবে রেলের তরফে। এই ট্রেনে তৎকাল বুকিংয়ের কোনও সুযোগ থাকছে না। তবে হোলি স্পেশ্যাল ট্রেনটি বহু যাত্রীদের সুবিধা করবে। পূর্ব রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পেশ্যাল ট্রেনের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi 2023, Indian Railways