Malda News- মালদহ জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Last Updated:

জেলা পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয়। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মহিলা বাহিনী নামানো হয় রাস্তায়

পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা
পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা
#মালদহ- মালদহ জেলায় নির্বিঘ্নে সম্পূর্ণ হল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্রথমদিনে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নজরদারি চালানো হয় (Malda News)। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে ভিড় জমান পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। করোনাকালের পর এবারই শিক্ষা দফতরের নির্দেশে প্রথম নিজেদের স্কুলে পরীক্ষায় বসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার মালদহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৪০ হাজার ৪৮২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি এই বছর। ছাত্রী পরীক্ষার্থী ২২ হাজার ২৪৩ জন। জেলায় ২৬৫ টি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে।
পরীক্ষা পর্ব নির্বিঘ্নে মেটাতে সমস্ত পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মোতায়েন করা হয়েছিল পুলিশ। নকল বন্ধ করতে মালদহ জেলার বেশ কিছু স্কুলে সিসিটিভি নজরদারি চালানো হয়। পরীক্ষা শুরুর আগে একাধিক স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও জলের বোতল দিয়ে সংবর্ধনা জানায়(Malda News)। এছাড়াও এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদহ জেলা জুড়ে সমস্ত পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন, গোলাপ ফুল, চকলেট, ও জলের বোতল বিতরণ করা হয়।
advertisement
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় পরীক্ষার প্রথম দিন।জেলা পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয়। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মহিলা বাহিনী নামানো হয় রাস্তায়। ইংরেজবাজার পুরাতন মালদহ শহরের সমস্ত স্কুল চত্বরে পরীক্ষা চলাকালীন নজরদারি চালায় জেলা পুলিশের বিশেষ বাহিনী। বিশেষ করে ছাত্রীরা রাস্তায় যাতায়াতের সময় যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা বাহিনীর বিশেষ টিম নামানো হয় শহরের রাস্তায়।
advertisement
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- মালদহ জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement