Malda News: শুধুমাত্র একটা 'নিষেধ', মালদহে কী মর্মান্তিক পরিণতি বৃদ্ধের!

Last Updated:

Malda News: তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

+
কী

কী মারাত্মক ঘটনা!

#মালদহ: উচ্চস্বরে ডিজে বাজিয়ে রাস্তায় নাচ একদল যুবককের। দীর্ঘক্ষণ একি জায়গায় ডিজে বাজানোয় প্রতিবাদ করেন স্থানীয়রা। ডিজে বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে যুবককের। গ্রামের বাসিন্দাদের সঙ্গে শুরু হয় বিবাদ। বিবাদ চলাকালীন গ্রামবাসীদের মারধোর শুরু করেন অভিযুক্ত যুবককেরা। এক বৃদ্ধকে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। অভিযোগ যুবককের মারে মাটিতে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
মঙ্গলবার রাতে মালদহের মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এদিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আফজাল মমিন (৬৫)।
advertisement
advertisement
কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়ায় বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে ওই গ্রামে রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছে। সোমবার একদল যুবক ডিজে বাজিয়ে যাচ্ছিল সেখান দিয়ে, স্থানীয়রা তাদেরকে বারণ করলে তারা ডিজে থামিয়ে দেয়। মঙ্গলবার রাতে আবারও একদল যুবক রাস্তা দিয়ে ডিজে নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে বাজাছিল। ডিজে বাজানো বন্ধ করার অনুরোধ করেন গ্রামের বাসিন্দারা।
advertisement
তারা ডিজে বাজানো না থামিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদ শুরু করে। দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সেখানে এক জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। মৃতের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: শুধুমাত্র একটা 'নিষেধ', মালদহে কী মর্মান্তিক পরিণতি বৃদ্ধের!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement