Malda News: পুজোর আগেই পুজো শুরু মালদহে! ১লা সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
- Published by:Salmali Das
Last Updated:
ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে রাজ্য সরকারের নির্দেশে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুর্গা পুজোক হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফ থেকে।
#মালদহ: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে রাজ্য সরকারের নির্দেশে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফ থেকে। এই শিরোপা পেয়ে বিশ্বদরবারে বিশেষ স্থান করে নিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগামী ১ সেপ্টেম্বর মালদহ জেলায় এই শোভাযাত্রা করা হবে, তার আগে শুরু হয়েছে প্রস্তুতি।
বৃহস্পতিবার মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। জেলার পুজো কমিটিগুলির সদস্যরা এই বৈঠকের জন্য উপস্থিত হয় মালদহ কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে। বৈঠকে উপস্থিত ছিলেন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,সহ অন্যান্য প্রশাসনিক কর্তা আধিকারিকেরা।
advertisement
advertisement
করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর দুর্গা উৎসবের আয়োজন অনেকটাই খামতি থেকেছে। গতবছর ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেয়া হয়েছে। তাই এ বছর রাজ্য সরকারের উদ্যোগে সাড়ম্বরের সাথে দুর্গা উৎসব পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পয়লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে জেলায় জেলায় শোভা যাত্রার আয়োজন করা হবে। মালদহ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদাহ শহরে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। মালদাহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দশ হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এই শোভাযাত্রায়। এছাড়াও এবছর মালদহ জেলায় অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ৮ ই অক্টোবর জেলায় অনুষ্ঠিত হবে এই কার্নিভাল।
advertisement
আসন্ন দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পুজোর সময় আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সুষ্ঠুভাবে সাধারণ মানুষ যাতে পুজোয় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়গুলো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
August 26, 2022 3:42 PM IST
