মালদহ: শহরে থেকেও পরিশ্রুত পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত মালদহের ইংরেজবাজার পুরসভার চার শতাধিক পরিবার। বাধ্য হয়ে এখনো টিউবওয়েলের জল পান করছেন ওই এলাকার বাসিন্দারা। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। ভোট আসতেই মেলে প্রতিশ্রুতি, তারপর আর কেউ খোঁজ খবর নেন না। যার জেরে মালদহের প্রাচীন পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া সহ আশেপাশের বাসিন্দারা পরিশ্রুত পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। যদিও দ্রুত এলাকায় পানীয় জল পরিষেবা পৌঁছানোর আশ্বাস দিচ্ছেন পুরকর্তারা। ১৫০ বছরের প্রাচীন পুরসভার মালদহের ইংরেজবাজার। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া সহ আশেপাশের এলাকায় ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন অনেকেই। পৌর এলাকার বাসিন্দা হওয়া সত্বেও বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে।
শুধু তাই নয়, এখনো এলাকায় নর্দমা তৈরি হয়নি। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করলেও সমস্যার সমাধানে এগিয়ে আসেনি পুরসভা। এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোটের সময় এলাকায় নেতারা এসে সমস্যা কথা শুনে যায়।কিন্তু ভোট পেরোলেই নেতাদের এলাকায় আর দেখা যায় না।এই সমস্যা দিনের পর দিন চলে আসছে।
আরও পড়ুনঃ ১২ একর চাষের জমিতে তৈরি হচ্ছে জৈব গ্রামমালদা ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকার বাসিন্দাদের এখনো পানীয় জলের সমস্যা সমাধান হয়নি। এলাকার বাসিন্দারা বাড়িতেই টিউবওয়েল, নলকূপ এর জল দিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম সারছেন।সেই জল পান করছেন। আবার অনেকেই বাইরে থেকে আর্সেনিকমুক্ত জল কিনে খাচ্ছেন। কুলিপাড়ায় বসবাসকারী অধিকাংশ বাসিন্দারা শ্রমিকের কাজ করেন।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হল শিশুদের অন্নপ্রাশন! উদ্দেশ্য মায়ের ও শিশুর স্বাস্থ্য সচেতনতাশহরের এই এলাকায় এখনো পৌঁছায়নি পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইন। যদিও ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের দাবি, শহরের পানীয় জল পরিষেবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নতুন কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকাতেও দ্রুত পাইপলাইন বসানো হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ওই এলাকার বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল পরিষেবা পাবেন।
Harashit Singhaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, North Bengal