Malda News- মালদহর কালিয়াচক থেকে উদ্ধার দুই জার তাজা বোমা

Last Updated:

মঙ্গলবার জেলা পুলিশ ও বোম স্কোয়াডের যৌথ উদ্যোগে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়

উদ্ধার বোমা গুলি নিষ্ক্রিয় করা হচ্ছে।
উদ্ধার বোমা গুলি নিষ্ক্রিয় করা হচ্ছে।
#মালদহ - সোমবার মালদহর কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুর গ্রাম সংলগ্ন লিচু বাগান থেকে উদ্ধার হয় দুই জার বোমা (Malda News)। মঙ্গলবার জেলা পুলিশ ও বোম স্কোয়াডের যৌথ উদ্যোগে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। লিচু বাগান সংলগ্ন নির্জন এলাকায় উদ্ধার বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। মালদহর কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের পাশে একটি জঙ্গলের মধ্যে দুই জার বোমা দেখতে পান স্থানীয়রা। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ গিয়ে উদ্ধার করে বোমাগুলি। ঘটনার খবর দেওয়া বোম স্কোয়াড টিমকে।
ঘটনার পরেরদিন মঙ্গলবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ(Malda News)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের পাশেই রয়েছে লিচু বাগান। ওই গ্রামে যাতায়াতের একটি রাস্তা রয়েছে লিচু বাগানের মধ্যে দিয়ে। সোমবার সন্ধ্যায় পথচারীদের নজরে আসে দুটি হলুদ রঙের জার। কাছে গিয়ে দেখতে পায় জারের মধ্যে ভর্তি বোমা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ এসে জায়গাটি ঘিরে দেয়। এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে।
advertisement
স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, "গ্রামে আগে কখনো এই ধরনের বোমা উদ্ধার হয়নি। আমার ধারণা কেউ সমাজবিরোধী কাজ কর্ম বা এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য বোমা মজুত করেছিল। আমরা চাই পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।" মালদহ জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "বোম গুলি নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বিভিন্ন এলাকা জুড়ে।"
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- মালদহর কালিয়াচক থেকে উদ্ধার দুই জার তাজা বোমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement