Malda News: রোজগার মেলায় ভারতীয় রেলের মালদহ ডিভিশনে চাকরি পেলেন ৪২ জন চাকরিপ্রার্থী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রোজগার মেলায় ভারতীয় রেলের মালদহ ডিভিশনে চাকরিপেলেন ৪২ জন চাকরিপ্রার্থী। রোজগার মেলায় সরাসরি চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগ পত্র। মঙ্গলবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#মালদহ : রোজগার মেলায় ভারতীয় রেলের মালদহ ডিভিশনে চাকরিপেলেন ৪২ জন চাকরিপ্রার্থী। রোজগার মেলায় সরাসরি চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগ পত্র। মঙ্গলবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে এই রোজগার মেলায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে ডিআরএম ভবনের কনফারেন্স হলে রোজগার মেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদহ রেল ডিভিশনের এডিআরএম সুজিত কুমার সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
রেলের বিভিন্ন পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোজগার মেলার সূচনা করা হয়েছে। যে সমস্ত পদে চাকুরিপ্রার্থীদের নিয়োগ বিভিন্ন কারণে আটকে রয়েছে। সেগুলির নিয়োগ দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। মালদহ রেল ডিভিশনে এই নিয়ে দ্বিতীয়বার রোজগার মেলার আয়োজন করা হয়। এদিন রোজগার মেলায় ৩৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ বল ভেবে বাড়িতে নিয়ে গেল বোমা! ছুড়ে ফেলতেই বিস্ফোরণে জখম দুই শিশু!
বাকি তিনজন উপস্থিত ছিলেন না। তবে তাঁদের নিয়োগ পত্র ই- মেল ও স্পিড পোষ্টের মাধ্যমে পাঠানো হয়। মালদহ রেল ডিভিশনের বিভিন্ন দফতরে নিয়োগ করা হয়। পাশাপাশি এদিন সমস্ত নতুন চাকুরীর জন্য কর্মযোগী প্ররম্ভর মডিউল অনলাইন ওরিয়েন্টেশন কোর্স চালু করা হয়। আগামীতে এই ধরণের রোজগার মেলার মাধ্যমে অনান্য আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া গুলিও সম্পুর্ণ করা হবে।
advertisement
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
November 23, 2022 12:35 PM IST

