Malda News: বল ভেবে বাড়িতে নিয়ে গেল বোমা! ছুড়ে ফেলতেই বিস্ফোরণে জখম দুই শিশু!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
বল ভেবে কুড়িয়ে নিয়ে এসে ঠাকুমাকে দেখাতে নিয়ে যায় তৃতীয় শ্রেণীর পড়ুয়া। ঠাকুমা চিনতে না পেরে নাতিকে বলে, বলের মতো তবে সুতো বেরিয়ে রয়েছে। বাইরে ফেলে দিয়ে আয়। ঠাকুমার কথা শুনে বাইরে ফেলতে যায় সেটি।
#মালদহ : বল ভেবে কুড়িয়ে নিয়ে এসে ঠাকুমাকে দেখাতে নিয়ে যায় তৃতীয় শ্রেণীর পড়ুয়া। ঠাকুমা চিনতে না পেরে নাতিকে বলে, বলের মতো তবে সুতো বেরিয়ে রয়েছে। বাইরে ফেলে দিয়ে আয়। ঠাকুমার কথা শুনে বাইরে ফেলতে যায় সেটি। ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ওই শিশুর চোখে ও হাতে বিস্ফোরণে বারুদ এসে পড়ে। পাশাপাশি আরো এক শিশু জখম হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালদহের মানিকচক থানার বালুটোলা গ্রামের ঘটনা।
তড়িঘড়ি স্থানীয় গ্রামের বাসিন্দারা জখম শিশুদের উদ্ধার করে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে দুই শিশু। হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় বোমায় জখম হয়েছে। তবে সামান্য জখম হয়েছে দুই শিশু। বোমা বিস্ফোরণ খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চলের ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মানিকচক থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম দুই শিশুর নাম আসিরুল ইসলাম (৯) আব্দুল মমিন (৭)।
advertisement
আরও পড়ুনঃ মানবিক পুলিশ! নাবালিকার বিয়ে রুখে মা'কেও দিল কাজের আশ্বাস
দুইজনেরই হাতে ও পায়ে বোমার আঘাত রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুটোলা গ্রামের পাশেই একটি ইটভাটা রয়েছে। প্রতিদিনের মতো এদিনও গ্রামের বেশ কয়েকজন শিশু খেলা করছিল ইটভাটার আশেপাশে। সে সময় তাদের নজরে আসে ইঁটভাটার ভেতরে বল বোমা পড়ে রয়েছে। সেই বোমা তুলে নিয়ে আসে বাড়িতে। বলের মত তবে সন্দেহ হয় ওই শিশুর। তাই ঠাকুমার কাছে ছুটে যায়। টিনের কৌটার তার ভেতরে সুতো জড়ানো ছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চালু হয়ে গেল রবিশস্যের কৃষক বিমা, কীভাবে আবেদন করবেন? জেনে নিন
তাই ঠাকুমা বুঝতে পারেননী। বাইরের কোন পরিত্যক্ত জিনিস ভেবে নাতিকে বাইরে ফেলে দিতে বলে। বাইরে ছুঁড়ে ফেলতেই হতবাক ওই শিশু। বল ছুড়তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুইজন। স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান কেউবা করা ইটভাটার মধ্যে বোমা গুলি মজুত করে রেখেছিল। এর আগেও মানিকচক থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জখম এমনকি মৃত্যু পর্যন্ত হয়। কালিয়াচকেও এর আগে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিল কয়েকজন শিশু।
advertisement
Harashit Singha
Location :
First Published :
November 22, 2022 7:59 PM IST