Malda News: বড়দিনে মালদহে প্রথম ৩৫ পাউন্ডের কেক! মদ ছাড়াও আর কী কী উপকরণ থাকছে এতে, জানুন

Last Updated:

বড়দিনের অনুষ্ঠান মানেই কেক। রকমারি কেক ছাড়া যেন সম্পূর্ণ হয় না বড়দিনের অনুষ্ঠান। বর্তমানে মালদহ শহর থেকে গ্রামীণ এলাকাতেও বড়দিন উপলক্ষে কেক খাওয়ার রেওয়াজ চালু হয়েছে।

+
তৈরি

তৈরি হচ্ছে কেক

#মালদহ: এই প্রথম মালদহে বড়দিন উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ শুকনো ফলের কেক। বিভিন্ন রকমের শুকনো ফল দিয়েই তৈরি করা হচ্ছে এই কেক। শুকনো ফলের সঙ্গে মেশানো হচ্ছে রাম। মালদহের একটি হোটেলের বেকারিতে এই প্রথম ড্রাই ফ্রুটের বিশেষ কেক তৈরির কাজ চলছে জোর কদমে।
প্রায় ৩৫ পাউন্ডের বিশাল কেক তৈরি হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, এর আগে এমন বিশাল আকারের কেক মালদহে তৈরি হয়নি। বড়দিন উপলক্ষে তৈরি করা হচ্ছে এই কেক। ২৫ ডিসেম্বর এই কেক পাওয়া যাবে হোটেলের বেকারিতে। এছাড়াও মালদহ শহরের বৃন্দাবনি ময়দানে কার্নিভ্যাল অনুষ্ঠানের স্টলে পাওয়া যাবে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম রেখেছেন কর্তৃপক্ষ। তাঁরা আশাবাদী, মালদহে এই কেকের চাহিদা ব্যাপক হারে বাড়বে।
advertisement
advertisement
বড়দিনের অনুষ্ঠান মানেই কেক। রকমারি কেক ছাড়া যেন সম্পূর্ণ হয় না বড়দিনের অনুষ্ঠান। বর্তমানে মালদহ শহর থেকে গ্রামীণ এলাকাতেও বড়দিন উপলক্ষে কেক খাওয়ার রেওয়াজ চালু হয়েছে। জেলার বেকারিগুলি একে অপরকে টেক্কা দিতে নিত্যনতুন কৌশলে নানা প্রকার কেক তৈরি করে থাকে।
advertisement
এবার মালদহের চমক, ৩৫ পাউন্ডের বিশেষ শুকনো ফলের কেক। ইতিমধ্যে এই কেক তৈরির কাজ শুরু হয়েছে। এই কেক তৈরির জন্য বাইরে থেকে কর্মী নিয়ে আসা হয়েছে। তিনি বিভিন্ন রকমের শুকনো ফল দিয়ে এই তৈরি করছেন। ফলের মধ্যে রয়েছে, কাজু, কিসমিস, খেজুর, বিভিন্ন রকমের বাদাম-সহ অন্যান্য আরও প্রয়োজনীয় শুকনো ফল। এই সমস্ত শুকনো ফল একটি নির্দিষ্ট অনুপাতে দিয়ে, তার মধ্যে ময়দা মিশিয়ে তৈরি হবে কেক। সব মিলিয়ে প্রায় ৩০ কেজির বিভিন্ন শুকনো ফল লেগেছে এই কেক তৈরিতে।
advertisement
বিশেষ এই কেক সাতদিন পর্যন্ত টাটকা থাকবে বলে দাবি কারিগরের। নিরামিষ কেক থেকে বিভিন্ন ফলের কেক এতদিন বাজার করেছে মালদহে। এবার বড়দিনে মালদহে বিশেষ আকর্ষণ হতে চলেছে শুকনো ফল, রামের তৈরি কেক।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বড়দিনে মালদহে প্রথম ৩৫ পাউন্ডের কেক! মদ ছাড়াও আর কী কী উপকরণ থাকছে এতে, জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement