পৌষ মেলা না হলেও বোলপুরে শুরু হল বিকল্প পৌষ মেলা

Last Updated:

২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা।

+
বিকল্প

বিকল্প পৌষ মেলা

#বীরভূম: ২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা। এরপর কোভিড-সহ অন্যান্য বিভিন্ন কারণে পৌষ মেলা বন্ধ রয়েছে। চলতি বছর প্রথম থেকে পূর্ব পল্লীর মাঠে পৌষ মেলা হবে এমন আশা করা হলেও শেষমেষ সেই আশায় জল ঢেলেছে বিশ্বভারতী। তবে বিশ্বভারতীর মেলা নিয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় বীরভূম জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় বিকল্প পৌষ মেলার আয়োজন করার। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার শুরু হল বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলা।
বীরভূম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে এই বিকল্প পৌষ মেলার উদ্বোধন করা হয়। এই বছর বিকল্প পৌষ মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। মোট ছয় দিনের জন্য হবে এই পৌষ মেলা। পৌষ মেলায় এই বছর আগামী শনিবার বাজি পোড়ানো হবে বলে জানা যাচ্ছে মেলা উদ্যোক্তাদের তরফ থেকে। মোট তিনটি মাঠ নিয়ে হচ্ছে এই মেলা। ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠ জুড়ে মেলার আয়তন অনেক বৃদ্ধি করা হয়েছে।
advertisement
পূর্বপল্লীর মাঠের পৌষ মেলার ঐতিহ্য হয়তো বিকল্প এই পৌষ মেলায় মিলবে না, তবে বিকল্প এই পৌষ মেলা আশা যোগাচ্ছে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের, বোলপুর এবং সংলগ্ন ব্যবসায়ীদের। এছাড়াও আশা যোগাচ্ছে পরিবহণ ব্যবস্থা-সহ অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্তদের।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পৌষ মেলা না হলেও বোলপুরে শুরু হল বিকল্প পৌষ মেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement