শিক্ষার মানে দেশে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়! পঞ্চম আইআইটি খড়গপুর

Last Updated:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরই শিক্ষার সঙ্গে যুক্ত সারা বিশ্বের অন্তত ১০০০ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সমীক্ষা চালায় এআরডব্লিউইউ (ARWU)। সেই সমীক্ষাতেই এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

#পশ্চিম মেদিনীপুর: শিক্ষার মানের নিরিখে ভারতবর্ষের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (ARWU- 2021)-র ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। এই র‌্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর (Indian Institute of Science, Bengaluru)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি (IIT Delhi) এবং আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরই শিক্ষার সঙ্গে যুক্ত সারা বিশ্বের অন্তত ১০০০ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সমীক্ষা চালায় এআরডব্লিউইউ (ARWU)। সেই সমীক্ষাতেই এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
দেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে জাতীয় স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই মানোন্নয়নে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকা অনুযায়ী, দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আইআইটি মাদ্রাজ, সপ্তম জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অষ্টম দিল্লি বিশ্ববিদ্যালয়, নবম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এবং দশম স্থানে রয়েছে ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি। তালিকায় ১৮ তম স্থানে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ৪৫ তম স্থানে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অপরদিকে, এই তালিকা অনুযায়ী বিশ্বে প্রথম স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এই তিন বিশ্ববিদ্যালয় ছাড়া প্রথম দশের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন, অক্সফোর্ড, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, শিকাগো বিশ্ববিদ্যালয়। বিশ্বের তালিকা অনুযায়ী একমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (ব্যাঙ্গালোর) প্রথম ৫০০\'র (৪০০-৫০০) মধ্যে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান প্রথম ৭০০\'র (৬০০-৭০০) মধ্যে এবং আইআইটি খড়্গপুর সহ প্রথম দশে থাকা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থান ৭০০ থেকে ৯০০ এর মধ্যে।
advertisement
advertisement
 Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/Local News/
শিক্ষার মানে দেশে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়! পঞ্চম আইআইটি খড়গপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement