West Bengal Election results 2021 : হাওড়ায় তৃণমূলী তেজ, রাজীব সহ পদ্ম ব্রিগেডের বড় হারের আশঙ্কা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
হাওড়ায় (Howrah Assembly Election results ) ১৬ টির মধ্যে ১৬ টি আসনেই এগিয়ে (Trending) তৃণমূল কংগ্রেস।
গত বৃস্পতিবার শেষ হয়েছে রাজ্য বিধানসভার ৮ দফার নির্বাচন ৷ চতুর্থ দফা বাদে মোটের উপরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ পর্ব মিটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এখন রাজ্যের সব রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই অপেক্ষা ৷ গণনা শেষে কার পক্ষে যাবে বাংলার রায় ৷ কার হাতে থাকবে আগামী ৫ বছরের জন্য রাজ্যের শাসনভার। কার দখলে থাকবে বাংলা ৷ এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে হাওড়ার বিভিন্ন ভোট গণনা কেন্দ্রগুলি । কোভিডবিধি মেনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে গণনা কেন্দ্রে ৷ কড়া নিরাপত্তা চলছে ভোটের গণনা পর্ব। হাওড়া সদরের সাতটি গণনা কেন্দ্রে ন’টি বিধানসভা এবং গ্রামীণ হাওড়ার চারটি গণনা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে ৷
Location :
First Published :
May 02, 2021 12:06 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
West Bengal Election results 2021 : হাওড়ায় তৃণমূলী তেজ, রাজীব সহ পদ্ম ব্রিগেডের বড় হারের আশঙ্কা...