TMC MP Dev: 'নিজেদের লড়াই নিজেদের করতে হবে' কোন লড়াইয়ের কথা বললেন সাংসদ অভিনেতা দেব?

Last Updated:

TMC MP Dev: " আগাম বন্যার জন্য বেশ কিছু কাজ নিয়ে আলোচনা হয়েছে। আগের বছরের তুলনায় এবার বন্যায় আমরা আরও প্রস্তুত হতে পারা যাবে।"

সাংসদ অভিনেতা দেব
সাংসদ অভিনেতা দেব
SUKANTA CHAKRABORTY
"ঘাটাল মাস্টার প্ল্য়ান নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি। আমার মনে হয় যতবারই বলছি, দিল্লির কানে আমাদের কথাগুলো পৌঁছচ্ছে না। তাই আমাদের নিজেদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। যতদিন বাঁচব, ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তার জন্য আজকের মিটিং গুরুত্বপূর্ণ ছিল।" জানালেন সাংসদ (MP) অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারী।
advertisement
দেব জানান, আগাম বন্যার জন্য বেশ কিছু কাজ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর আশা, আগের বছরের তুলনায় এবার বন্যায় আমরা আরও প্রস্তুত হতে পারা যাবে।
advertisement
ঘাটালে একাধিক কর্মসূচির অংশ হিসাবে হরিসিংপুর পার্ক পরিদর্শনে যান সাংসদ অভিনেতা দেব (Dev)। দিনভর ঘাটালে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। ঘাটাল মহকুমাশাসকের দফতরে জেলাশাসক রেশমি কমলকে সঙ্গে নিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেন তিনি।এরপর আধিকারিকদের নিয়ে চলে যান ঘাটালের হরিসিংপুর পার্ক পরিদর্শনে। সেখানেই সাংবাদমাধ্যমের সামনে ঘাটাল মাস্টারপ্ল্য়ান নিয়ে কেন্দ্রের অবহেলা প্রসঙ্গে মন্তব্য করেন। এরই সঙ্গে বন্যার আগাম প্রস্তুতি হিসাবে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা ও তা সম্পন্ন করার কথা বলেন।
advertisement
ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজের পরিকল্পনা উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানিয়েছেন সাংসদ। পার্ক পরিদর্শনের পর ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজ পরিদর্শন করবেন। এরপর ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে দলীয় সংবর্ধনায় সভায় যোগ দেওয়ার কথা দেবের।
বাংলা খবর/ খবর/Local News/
TMC MP Dev: 'নিজেদের লড়াই নিজেদের করতে হবে' কোন লড়াইয়ের কথা বললেন সাংসদ অভিনেতা দেব?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement