করোনাকালে 'কলেজ ফি' নাভিশ্বাস তুলেছে শিক্ষার্থীদের, প্রতিবাদে বিক্ষোভ

Last Updated:

করোনার জেরে বিভিন্নশিক্ষায়তনে পঠন-পাঠন বন্ধ। তবুও বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের থেকে ভর্তির ফি সমেত বিভিন্ন রকমের ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

#শিলিগুড়ি: করোনার জেরে বিভিন্নশিক্ষায়তনে পঠন-পাঠন বন্ধ। তবুও বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের থেকে ভর্তির ফি সমেত বিভিন্ন রকমের ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই ফি মুকুবের দাবিতে এদিন ফি প্রতিরোধী ছাত্র কমিটির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথমে ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।
এদিন ছাত্রনেতা বিষ্ণু পাল বলেন, বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই সময়ে গরীব মধ্যবিত্ত পরিবারের অনেকেরই কর্মসংস্থান নেই। এই সময়ে এত টাকা ফি দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই আমরা এই দাবি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন জমা দিলাম।'
সংগঠনের আরেক সদস্য জয়শ্রীরাম সরকার বলেন, 'লকডাউনে অনেক পরিবারই কাজ হারিয়েছে। সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া কোনও যুদ্ধের চাইতে কম কিছু নয়। সেই মুহূর্তে এনরোলমেন্ট ফি-এর নামে যে টাকা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই এদিন আমরা সংঘবদ্ধ হই।' তিনি আরও বলেন, 'নন-ল্যাব বাবদ ৪৫০ টাকা, ল্যাব বেসড্ অনার্সে ৭৩০ টাকা, ল্যাব বেসড্ নন অনার্সে ৭০০ টাকা, ল্যাব বেসড্ কিন্তু প্র্যাক্টিক্যাল নেই বাবদ ৬০০ টাকা ফি নেওয়া হচ্ছে। এই টাকাদিতে অনেক ছাত্রছাত্রীকেঅসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।'
advertisement
advertisement
এদিকে, অফলাইনে কোনও পরীক্ষা হচ্ছে না, সবটাই অনলাইন এখন। অভিযোগ খাতাপত্রটুকুও কলেজ থেকে অনেকে পায়নি। যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিন্দুমাত্র খরচ নেই, সেখানে এতো টাকা ফি বাবদ নেওয়া কি উচিৎ? প্রশ্ন ছাত্রনেতা জয়শ্রীরাম সরকারের।
অপরদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রণব ঘোষ বলেন, 'এই বিষয়টি শুধুমাত্র তাঁদের হাতে নেই প্রত্যেকটি কলেজের সঙ্গে বৈঠক করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কলেজ যদি চায় তবেই ফি মুকুব হবে। তবে শিক্ষার্থীদের অভিযোগ যখন এল আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে যত জলদি সম্ভব সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেব।'
advertisement
ভাস্কর চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/Local News/
করোনাকালে 'কলেজ ফি' নাভিশ্বাস তুলেছে শিক্ষার্থীদের, প্রতিবাদে বিক্ষোভ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement