দেশের পাশাপাশি জেলায় কমল দৈনিক সংক্রমণ, স্বস্তিতে জেলা প্রশাসন

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে।

শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় নতুন করে ৭৫ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩০ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ও সুকনায় ২৪ ঘন্টায় নতুন করে কেউ সংক্রামিত হয়নি। তবে কার্শিয়ং, খড়িবাড়ি ও নকশালবাড়িতে গত ২৪ ঘন্টায় ১ জন সংক্রামিত হয়েছে।
advertisement
অন্যদিকে, মিরিকে ১৫ জন,  বিজনবাড়িতে ৩ জন, সুখিয়াপোখরিতে ৭ জন, তাকদহে ৫ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১৩ জন, সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনায় সংক্রামিতে খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
অন্যদিকে, গতকালের তুলনায় দেশে কমল দেনিক করোনা সংক্রমণ। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,০৭৯। মৃত্যু হয়েছে ৫৬০ জনের। সুস্থ হয়েছেন ৪৩,৯১৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৬,৩৯৭।
advertisement
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১০,৬৪,৯০৮। মৃত্যু হয়েছে ৪,১৩,০৯১ জনের। সুস্থ হয়েছেন ৩,০২,২৭,৭৯২ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪,২৪,০২৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,১৬,৪৮১। মৃত্যু হয়েছে ১৭,৯৮০ জনের। সুস্থ হয়েছেন ১৪,৮৫,০১৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৩,৪৮৪।
advertisement
ভাস্কর চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/Local News/
দেশের পাশাপাশি জেলায় কমল দৈনিক সংক্রমণ, স্বস্তিতে জেলা প্রশাসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement