Purba Medinipur: কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

পুলিশের জুয়ার ঠেকে অভিযান চলাকালীন উচ্চ বিদ্যুৎ পরিবাহী  তারে পৃষ্ঠ হয়ে মারা গেল ভগবানপুর থানার সিভিক ভলেন্টিয়ার। 

+
ভগবানপুর

ভগবানপুর থানা

ভগবানপুর: রাতে বাড়ীর ছাদে উঠে তল্লাশি চালাতে গিয়ে ওভার হেড হাই ভোল্টেজ বিদ্যুৎ এর লাইনে হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু সিভিক ভোলেন্টিয়াযরের। এলাকায় উত্তেজনা। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার দ্বারিমারার ঘটনা। জানা যায় ওই এলাকায় নিত্যদিন গাঁজার ঠেক বসে তেমনই খবর পেয়ে অভিযানের সময় সন্তোষ মেট্যা নামে এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ঠ হয় এক সিভিক ভলেন্টিয়ারের। এই ঘটনার পরেই উত্তেজনা তৈরী হয় এলাকায়। পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। শেষ পাওয়া খবরে, বিদ্যুৎপৃষ্ঠ সিভিক ভলেন্টিয়ারকে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর। ৩১ বছর বয়সী ওই সিভিক ভলেন্টিয়ার বিবাহিত। বাড়ি ভগবানপুর থানার গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন ভগবানপুরের বহু মানুষ। অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করেনি পুলিশ, বাড়ির মালিক কে না জানিয়ে আচমকাই ঘরের মধ্যে ঢুকে সোজা ছাদে চলে যায় ওই মৃত সিভিক ভলেন্টিয়ার। সিভিককে দিয়েই বা কেন এসব কাজ করানো হয়েছিল! এই প্রশ্ন এখন প্রত্যেকের মুখে মুখে। বাড়ির মালিক সন্তোষ মেট্যা জানিয়েছেন, 'বাড়ির ছাদের ওপর দিয়েই উচ্চ বিদ্যুৎবাহী লাইন গিয়েছে।‌‌ অভিযান এর আগে পুলিশ আমাদের কিছুই জানায়নি। ওই উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের হাত লেগে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের।'
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Purba Medinipur: কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক সিভিক ভলেন্টিয়ার
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement