ভগবানপুর: রাতে বাড়ীর ছাদে উঠে তল্লাশি চালাতে গিয়ে ওভার হেড হাই ভোল্টেজ বিদ্যুৎ এর লাইনে হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু সিভিক ভোলেন্টিয়াযরের। এলাকায় উত্তেজনা। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার দ্বারিমারার ঘটনা। জানা যায় ওই এলাকায় নিত্যদিন গাঁজার ঠেক বসে তেমনই খবর পেয়ে অভিযানের সময় সন্তোষ মেট্যা নামে এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ঠ হয় এক সিভিক ভলেন্টিয়ারের। এই ঘটনার পরেই উত্তেজনা তৈরী হয় এলাকায়। পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। শেষ পাওয়া খবরে, বিদ্যুৎপৃষ্ঠ সিভিক ভলেন্টিয়ারকে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর। ৩১ বছর বয়সী ওই সিভিক ভলেন্টিয়ার বিবাহিত। বাড়ি ভগবানপুর থানার গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন ভগবানপুরের বহু মানুষ। অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করেনি পুলিশ, বাড়ির মালিক কে না জানিয়ে আচমকাই ঘরের মধ্যে ঢুকে সোজা ছাদে চলে যায় ওই মৃত সিভিক ভলেন্টিয়ার। সিভিককে দিয়েই বা কেন এসব কাজ করানো হয়েছিল! এই প্রশ্ন এখন প্রত্যেকের মুখে মুখে। বাড়ির মালিক সন্তোষ মেট্যা জানিয়েছেন, 'বাড়ির ছাদের ওপর দিয়েই উচ্চ বিদ্যুৎবাহী লাইন গিয়েছে। অভিযান এর আগে পুলিশ আমাদের কিছুই জানায়নি। ওই উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের হাত লেগে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur