#খেজুরি: এদিন এন আই এ (NIA) -এর একটি প্রতিনিধি দল খেজুরি থানায় আসে। থানা থেকে বেরিয়ে বিকেলে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তারা। বোমা বিস্ফোরণের এলাকার খতিয়ে দেখেন আধিকারিকরা। সূত্রের খবর, গত ৩ জানুয়ারি রাতে, খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন গ্রামবাসী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক জেলা হাসপাতালে দুজন গ্রামবাসী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণের (৩৫) মৃত্যু হয়। বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। একাধিক বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে। খেজুরির বোমা বিস্ফোরণের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় সংস্থা এন আই এ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Khejuri, NIA