East Medinipur News- খেজুরিতে বোমা বিস্ফোরণের তদন্তে এন আই এ দল

Last Updated:

খেজুরির বোমা বিস্ফোরণের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় সংস্থা এন আই এ

+
খেজুরিতে

খেজুরিতে তদন্তে এন আই এ দল

#খেজুরি: এদিন এন আই এ (NIA) -এর একটি প্রতিনিধি দল খেজুরি থানায় আসে। থানা থেকে বেরিয়ে বিকেলে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তারা। বোমা বিস্ফোরণের এলাকার খতিয়ে দেখেন আধিকারিকরা। সূত্রের খবর, গত ৩ জানুয়ারি রাতে, খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন গ্রামবাসী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক জেলা হাসপাতালে দুজন গ্রামবাসী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণের (৩৫) মৃত্যু হয়। বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। একাধিক বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে। খেজুরির বোমা বিস্ফোরণের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় সংস্থা এন আই এ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- খেজুরিতে বোমা বিস্ফোরণের তদন্তে এন আই এ দল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement