East Medinipur News- পথ দুর্ঘটনা কমছে না পূর্ব মেদিনীপুর জেলায়, আবারও মৃত্যু হল একজনের
Last Updated:
পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল নন্দকুমারে
#নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে দুর্ঘটনার ঘটনা কমছে না (East Medinipur News)। জেলায় পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তা সত্ত্বেও কমছে না দুর্ঘটনা। আবারো জাতীয় সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নন্দকুমার দীঘা ১১৬ বি জাতীয় সড়কে মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় মারা গেলেন এক ব্যক্তি। নন্দকুমার থানা এলাকার ভবানীপুরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। সড়কে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ এর পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলে স্কুলে চলছে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে। কিন্তু আবার পথ দুর্ঘটনায় মারা যায় এক বাইক আরোহী। এরপরই উত্তেজিত হয় এলাকাবাসী।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ভবানীপুরে লরির ধাক্কায় বাইক আরোহী মহাদেব বেরার মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলেকায়(East Medinipur News)। পুলিশের সামনেই দুর্ঘটনা বলে ক্ষোভ উগরে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ সরিয়ে দেয় বলে অভিযোগ স্থানীয় মানুষদের। স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুরের কাছে নন্দকুমার দীঘা রোডে পুলিশ গাড়ি আটকে চেকিং করছিল, সেই সময় বাইক আরোহী পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির সামনে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। তড়িঘড়ি নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ তুলে নিয়ে চলে যায়। জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করে। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরে নন্দকুমার থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলতি বছরের মার্চ মাসে দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় ৪০ জন(East Medinipur News)। যা গত বছরের মার্চ মাসের তুলনায় অনেকটা বেশি। চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি জাতীয় সড়ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজ্য সড়ক রয়েছে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘটনা কমাতে ফুটপাতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
advertisement
advertisement
জাতীয় সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অন্যান্য তথ্যের পাশাপাশি উঠে এসেছে জাতীয় সড়কের ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ সামগ্রীর ব্যবসার পাশাপাশি অস্থায়ী দোকান গড়ে ওঠা। পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে ফুটপাতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছে। সরিয়ে ফেলা হচ্ছে নির্মাণ সামগ্রী ও অস্থায়ী দোকান ঘর। একদিকে যখন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক বিভাগ জেলা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগী, অপরদিকে পথদুর্ঘটনার রেশ কাটছে না কিছুতেই।
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
April 05, 2022 10:01 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- পথ দুর্ঘটনা কমছে না পূর্ব মেদিনীপুর জেলায়, আবারও মৃত্যু হল একজনের