বীরভূমের রহস্য মৃত্যু ট্রেনের টিকিট পরীক্ষকের
- Published by:Pooja Basu
Last Updated:
মৃত ওই টিকিট পরীক্ষকের নাম মহানন্দ সিং বলে জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে।
মাধব দাস, বীরভূম : রহস্যজনকভাবে রেললাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার হলো ট্রেনের এক টিকিট পরীক্ষকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পাশাপাশি রহস্য দানা বাঁধতে শুরু করেছে, কীভাবে ওই টিকিট পরীক্ষকের মৃতদেহ এলো সেখানে ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার অন্তর্গত রাজগ্রাম ও বাঁশলৈর মাঝে ভাটরা গ্রামের কাছে। মৃত ওই টিকিট পরীক্ষকের নাম মহানন্দ সিং বলে জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে। তার বয়স আনুমানিক ৩৬ বছর এবং তিনি মালদার ইংরেজবাজারের বাসিন্দা বলেও জানা গিয়েছে।
ভাটারা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকাল নটা নাগাদ তারা বিষয়টি লক্ষ্য করেন। ঘটনাস্থলের রেললাইনের পাশের ঝোপ থেকে বারংবার মোবাইলের রিং বাজতে শোনা যাচ্ছিল। সেই আওয়াজ শুনে তারা ঝোপের দিকে গেলে দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখেই তারা খবর দেন মুরারই থানার পুলিশ এবং রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে মুরারই থানার পুলিশ এবং রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
advertisement
তবে কীভাবে ওই টিকিট পরীক্ষকের মৃতদেহ এই জায়গায় এলো তা নিয়ে প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে তা হল, ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। কেননা পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি ঘটনার দিন রাত্রি দুটো নাগাদ কামাখ্যা রাঁচি এক্সপ্রেস স্পেশাল ট্রেনে ডিউটিতে যোগ দিয়েছিলেন। যদিও তারপরে কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা কারোর জানা নেই। তবে এই ঘটনার পর রেল পুলিশের তরফ থেকে এমন ঘটনা কীভাবে ঘটলো তার করতে তদন্ত শুরু করা হয়েছে।
view commentsLocation :
First Published :
July 15, 2021 9:15 AM IST

