Bengal Weather| South 24 Parganas: পিছু ছাড়ছে না বৃষ্টি, ভারী বর্ষণে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত, সমস্যায় সাধারণ মানুষ
- Published by:Pooja Basu
Last Updated:
এমনকি মধ্যমগ্রাম নব নালন্দা শিশু বিদ্যাপীঠ স্কুলের ক্লাস রুমে ঢুকে গেছে জল।
উত্তর ২৪ পরগনা : রাজ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন (Waterlogged) বিভিন্ন জেলা। ইতিমধ্যেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে প্রায় হাঁটু সমান জলে পরিপূর্ণ হয়ে রয়েছে অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা (South Bengal)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় চলবে বাড়ি থেকে হালকা বৃষ্টিপাত। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলেও বজায় থাকবে বৃষ্টিপাত।
advertisement
আলিপুর আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ জেরি থাকবে৷ তার ফলে আগামী দু’দিন বজায় বৃষ্টিপাত হবে। গতকাল মাঝরাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। এই পরিপ্রেক্ষিতে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে হাঁটু জল৷ জল জমা পথে হাঁটা অসম্ভব হয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে। এমনই ছবি ধরা পড়ল পানিহাটির বিভিন্ন অঞ্চলে।
advertisement
টানা বর্ষণের জেরে জলমগ্ন (Waterlogged) পানিহাটির বিভিন্ন অঞ্চলসহ বিটি রোড। হাঁটু জল পার করেই চলছে সাধারণ মানুষের জীবনযাত্রা। জল পেরিয়ে আসা এক পথচারী জানালেন পানিহাটি অঞ্চল বছরের ছ'মাসে থাকে জলমগ্ন, আর এই বর্ষণে তো জলমগ্নতা বাড়বেই। বিষয়টি সম্পর্কে প্রশাসনের কোনও হেলদোল নেই। এই প্রসঙ্গে পানিহাটি পৌরসভার উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে জানালেন, চারিদিকে যেভাবে বর্ষণ হচ্ছে তাতে গঙ্গার জল বেড়েছে অনেকটাই। সে কারণেই জল নামতে কিছুটা সময় লাগছে। যদি বৃষ্টি থেমে যায় তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানিহাটি জমা জল সরে যাবে।
advertisement
পানিহাটির মানুষকে জল যন্ত্রণা থেকে রেহাই দিতে পৌরসভা ও ইরিগেশন ডিপার্টমেন্টের উদ্যোগে বেশ কয়েকটি পাম্প চালানো হচ্ছে পৌরসভা অঞ্চলের বিভিন্ন প্রান্তে। মধ্যমগ্রামের বিভিন্ন ওয়ার্ডে জমেছে জল। মধ্যমগ্রাম অঞ্চলের বসুনগর, বঙ্কিম পল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। এমনকি মধ্যমগ্রাম নব নালন্দা শিশু বিদ্যাপীঠ স্কুলের ক্লাস রুমে ঢুকে গেছে জল। জল সমস্যায় মধ্যমগ্রামের সাধারণ মানুষ।
advertisement
আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত। জানা যাচ্ছে ওড়িশা, বাংলা ও বাংলাদেশের (Bangladesh) উপকূলবর্তী অঞ্চলে এই নিম্নচাপ বজায় থাকবে। তবে মঙ্গলবার এর পর থেকে কমবে বৃষ্টি এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। এখন দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় পানিহাটির মানুষেরা তারই আশায় দিন গুনছেন এলাকাবাসী।
রাতুল বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
First Published :
September 20, 2021 9:07 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Bengal Weather| South 24 Parganas: পিছু ছাড়ছে না বৃষ্টি, ভারী বর্ষণে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত, সমস্যায় সাধারণ মানুষ