North 24 Parganas News: ভ্যানের উপর গ্যাস সিলিন্ডার তুলে, দ্রব্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই এই প্রতিবাদ মিছিল করা হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মিছিল বলে জানা যায়
#উত্তর ২৪ পরগনা: পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন ছোট জাগুলিয়া এলাকায় অভিনব প্রতিবাদ মিছিল করে তৃণমূল। ভ্যানের উপর রান্নার গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বারাসত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয় এই প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক, বারাসত ব্লক ওয়ান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল আলম সঞ্জু সহ ছোট জাগুলিয়া অঞ্চলের অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই এই প্রতিবাদ মিছিল করা হয়, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মিছিল বলে দাবি করা হয়।
গত কয়েকদিনে একাধিকবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, তারই সাথে রান্নার গ্যাস, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যতদিন কেন্দ্র এই দাম নিয়ন্ত্রণে না আনবে ততদিনই মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশে আন্দোলন চলবে বলেও জানানো হয়। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আসনে না বসা পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এই মিছিল ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে বারাসত রিজেন্ট গার্মেন্টসের সামনে পর্যন্ত যায়। প্রায় ১০০০ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। যোগ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিবাদ সভা করা হবে বলেও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে জানানো হয়। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছেন বলেও তৃণমূল কর্মী সমর্থকরা তুলে ধরেন।
advertisement
Rudra Narayan Roy
advertisement
Location :
First Published :
April 08, 2022 8:38 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News: ভ্যানের উপর গ্যাস সিলিন্ডার তুলে, দ্রব্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ





