North 24 Parganas News- বরানগর ও কামারহাটি পুরসভায় অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান

Last Updated:

রীতিমতো জাঁকজমকপূর্ণ ভাবে বরানগর ও কামারহাটি পুরসভায় অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান

+
জেলার

জেলার বিভিন্ন পৌরসভায় চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান

#উত্তর ২৪ পরগনা: বরানগর পৌরসভার জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হল রবীন্দ্রভবনে। পৌরপ্রধান পদে নাম উঠল ১৫ নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী অপর্ণা মৌলিক ও উপ-পৌরপ্রধান হলেন ২১ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী দিলীপ নারায়ণ বসু। পাশাপাশি এদিন কামারহাটি পৌরসভার জয়ী প্রার্থীদেরও শপথ গ্রহন অনুষ্ঠান হল কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক সহ ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ আধিকারিকরাও। ৩৫টি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করিয়েছেন ডেপুটি ম্যাজিট্রেট সৌগত মাইতি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের নিয়ে প্রথম সভার আয়োজন করা হয়। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে পৌরপ্রধান নির্বাচিত হন গোপাল সাহা।
বরানগর ও কামারহাটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানে সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে দুটি পৌরসভাতেই বোর্ড গঠন হতে চলেছে। কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা নির্বাচিত হতেই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকরা। দলের কর্মীদের প্রতি তিনি বার্তা দিয়ে বলেন, "আমরা একটি পরিবার। আমরা সকলে মিলে কামারহাটির উন্নয়ন করব। সকলে মিলে একই সঙ্গে থাকব।" পাশাপাশি তিনি এও বলেন, কাজের বিচারের জন্য কাগজ-কলমে কোন মার্কশিট না থাকলেও সবকিছুতেই নজর রাখা হবে। কামারহাটির পাশাপাশি বরানগর পৌরসভাতেও শপথের পর পৌরপ্রধান অপর্ণা মৌলিক ও উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে। পাশাপাশি সকলে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হল এদিন।
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- বরানগর ও কামারহাটি পুরসভায় অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement