করোনাকালে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, 'দিদির পাঠশালা'-র মাধ্যমে চলছে শিক্ষা প্রদান

Last Updated:

সোম থেকে শুক্র সকাল আট টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই দিদির পাঠশালা। সম্পূর্ণ বিনামূল্যে এই দিদি পাঠশালার মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে

রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : করোনা আবহে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ রুখতে লকডাউন অনিবার্য আর তাই পশ্চিমবঙ্গ রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত কড়া বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও দ্বিতীয় ঢেউয়ে গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী তবুও বিশেষজ্ঞদের মতে দোরগোড়ায় দাঁড়িয়ে করোনার তৃতীয় ঢেউ। এই পরিপ্রেক্ষিতে কীভাবে নিয়ন্ত্রণে আনতে হবে এই করোনাকে সেই নিয়ে পর্যলোচনা চলছে বিভিন্ন মহলে। কিছু ছাড় দিয়ে রাজ্যে চলছে বিধি-নিষেধ। শপিংমল, সিনেমাহল, বাস, দোকান বাজার, সরকারি-বেসরকারি দপ্তর গুলোতে অর্ধেকের কম লোক নিয়ে কাজকর্ম চলছে। কিন্তু বন্ধ রয়েছে লোকাল ট্রেন থেকে শিক্ষা প্রতিষ্ঠান। অনেকবারই সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ খোলার উদ্যোগ নিলেও শেষমেষ তা আর হয়ে ওঠেনি।
কারণ যে হারে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়েছিল সে কথা মাথায় রেখেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে পিছিয়ে গিয়েছে সরকার। যার ফলে গত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকেই অনলাইন পরিষেবা দেওয়া হচ্ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল বা প্রাইভেট শিক্ষা প্রদানের মাধ্যমে। সে কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে আগেই অনলাইনে পড়াশোনা করার জন্য ১০০০০ টাকার ট্যাব কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনেক ছাত্র-ছাত্রী এই সুবিধার আয়ত্তে এসেছে ঠিকই কিন্তু তার মাঝেও বহু ছাত্র-ছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। বহু ছাত্র-ছাত্রীদের ঘরে পৌঁছতে পারেনি এই অনলাইন পরিষেবা। আর তার জন্যই  সরকারের পক্ষ থেকে \'দিদির পাঠশালা\' চালু করা হয়েছে, যার মাধ্যমে গরীব, দুস্থ সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করা হবে। সেই মতই বিভিন্ন পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি হল গুলোতে চালু হয়েছে \'দিদির পাঠশালা\'। ঠিক তেমনি অশোকনগর কল্যাণগড় পৌরসভা উদ্যোগে ১৮ নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে চালু হল দিদির পাঠশালা, আর সেখানে করোনাবিধি মেনে চলছে শিক্ষা প্রদান। পঞ্চম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে দেওয়া হচ্ছে শিক্ষা প্রদান। সোম থেকে শুক্র সকাল আট টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই দিদির পাঠশালা। সম্পূর্ণ বিনামূল্যে এই দিদি পাঠশালার মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। কারণ লকডাউনে বহু মানুষের কাজকর্ম চলে যাওয়ার ফলেই এই ভাবনা।
advertisement
অশোকনগর কল্যাণগড় পৌর অঞ্চলের মধ্যে মোট ৭০ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী এই দিদির পাঠশালার আওতায় এসেছে। আগামী দিনে আরও এমন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রী \'দিদির পাঠশালা\'য় আয়ত্তে আসবে বলে মত উদ্যোক্তাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
করোনাকালে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, 'দিদির পাঠশালা'-র মাধ্যমে চলছে শিক্ষা প্রদান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement