হিঙ্গলগঞ্জের কাটাখালি এলাকায় সরকারি ত্রাণ চুরি হওয়ার অভিযোগ

Last Updated:

জানা যাচ্ছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এর কাটাখালি এলাকায় সুন্দরবনের দুঃস্থ মানুষদের জন্য রাখা হয়েছিল ত্রাণ।

#হাসনাবাদ:  ঘূর্ণিঝড় ইয়াসের ফলে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা সমেত মেদিনীপুর। ঘরছাড়া হয়ে পড়েছে বহু মানুষ। কোথাও হয়ত মাথার উপরে ছাদ টুকুও নেই তাদের। প্লাবিত হয়েছে একাধিক এলাকা। আশ্রয় নিয়েছে কোন সরকারি ক্যাম্পে। এগিয়ে এসেছে বহু মানুষ। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিশিষ্ট মানুষ অভিনেতা অভিনেত্রীরাও এই মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তাদের কথা ভেবেই ইতিমধ্যেইপশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে ত্রাণ ব্যবস্থার ঘোষণা করেছে। করোণা পরিস্থিতিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে বাড়ি বাড়ি পৌঁছতে সরকার ত্রাণ দিতে। আর এই ত্রাণ চুরির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কাটাখালি এলাকায়।
জানা যাচ্ছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এর কাটাখালি এলাকায় সুন্দরবনের দুঃস্থ মানুষদের জন্য রাখা হয়েছিল ত্রাণ। ছিল ত্রিপল, চাল, ডাল, সরষের তেলের মত কিছু শুকনো খাদ্য সামগ্রী। এই ত্রাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটলো ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই ত্রাণ সামগ্রী চুরি করেছে। চুরি গেছে অর্ধেক খাদ্য সামগ্রী। এরই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা অবরোধ করল হাসনাবাদের কাটাখালী এলাকার দুঃস্থ মানুষেরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। তাদের দাবি যারা ত্রাণ চুরি করেছে সেই ছোটদের গ্রেফতার করতে হবে। দিনভর উত্তাল থাকে ওই এলাকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় যারা জড়িত তা খতিয়ে দেখে কোন দুষ্কৃতী দল এই ঘটনার সঙ্গে রয়েছে তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় তাদের পক্ষ থেকে। সুন্দরবনে ঘূর্ণিঝড় ইয়াস এর দুঃস্থ মানুষদের জন্য রাখা হয়েছিল এই ত্রান চুরি হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন তাদের দাবি না মানলে তারা পুনরায় আবার আন্দোলনে নামবে।
advertisement
 Ratul Banerjee
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
হিঙ্গলগঞ্জের কাটাখালি এলাকায় সরকারি ত্রাণ চুরি হওয়ার অভিযোগ
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement