বেড়েছে সুতোর দাম কিন্তু সেই অর্থে বাড়েনি কাপড়ের দাম, দুশ্চিন্তায় শান্তিপুরের তাঁতিরা

Last Updated:

তাঁত শ্রমিকদের মজুরি দিতে হিমশিম খাচ্ছে তাঁত মালিকরা

মৈনাক দেবনাথ, নদিয়া: লকডাউনের জেরে থমকে গেছে গোটা পৃথিবী। দেশের অর্থনৈতিক অবস্থান ক্রমশ খারাপ । কর্মহীন হয়ে পড়েছে একাধিক মানুষ। বেকারত্বের সংখ্যা বাড়ছে ক্রমশ। ছোট থেকে মাঝারি সব ধরণের ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেননি অনেকদিন। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। করোনার আগে এই সময়ে জেলা তথা গোটা রাজ্যে সব ধরণের ব্যবসা চলতো রমরমিয়ে। কিন্তু গত দু\'বছর ধরে ছবিটা অন্য রকম। গত দু\'বছরে লাভের মুখ দেখতে পারেননি অনেক ক্ষুদ্র শিল্পী থেকে শুরু করে ছোট, মাঝারি ব্যবসায়ীরাও।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তার আগে গত বছর লকডাউন থেকে তাঁতের বাজার ক্রমশ মন্দা। বিক্রি-বাট্টা একদম নেই তার ওপর দিনের পর দিন সুতোর দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অর্থে কাপড়ের দাম বৃদ্ধি পাচ্ছে না। আর এসব কারণেই দুশ্চিন্তায় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার তাঁতিরা। মূলত লকডাউনের কারণে তাঁতের বাজার একেবারে ধ্বংসের মুখে। খদ্দের পত্র নেই বললেই চলে। তাঁত শ্রমিকদের মজুরি দিতে হিমশিম খাচ্ছে তাঁত মালিকরা। বাধ্য হয়ে কোনমতে ব্যবসা টিকিয়ে রেখেছে। এক একজন তাঁতি ব্যাংক থেকে ঋণ নিয়ে কাপড়ের ব্যবসায় নেমেছেন। কিন্তু খদ্দের পত্র না থাকার কারণে ব্যাংকের ঋণ শোধ করতে কাল ঘাম ছুটে যাচ্ছে তাদের। শান্তিপুরে কাপড়ের মোট তিনটি হাট রয়েছে কিন্তু খদ্দের পত্র নেই পূজার মরসুমে। অন্যান্য বার পুজোর আগে কাল ঘাম ছুটে যেত শাড়ি উৎপাদন করতে। কিন্তু দু বছর যাবত সেই পরিস্থিতি আর নেই নদিয়ার ফুলিয়া ও শান্তিপুরে। তাঁত শিল্পের জন্য সরকার তেমন কিছু ভাবছে না বলেও ক্ষোভ প্রকাশ করলেন তার শ্রমিকরা। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এর আগে মন ভালো নেই নদিয়ার ফুলিয়া শান্তিপুরের তাঁতি এবং তাঁত শিল্পের সাথে যুক্ত সমস্ত কর্মীদের।
বাংলা খবর/ খবর/Local News/
বেড়েছে সুতোর দাম কিন্তু সেই অর্থে বাড়েনি কাপড়ের দাম, দুশ্চিন্তায় শান্তিপুরের তাঁতিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement