#বর্ধমানঃ লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশা করেছিলেন বিক্রেতারা। ক্রেতারা চেয়েছিলেন, ধনদেবীর আরাধনার মাধ্যমে ধনসম্পত্তির শ্রীবৃদ্ধি হোক। কিন্তু বরুনদেবের খামখেয়ালিপনায় লক্ষ্মীপুজো মাটি হয়ে যেতে বসেছে ক্রেতা-বিক্রেতাদের।
দেবী দুর্গা কৈলাসে গমন করার পরেও, বর্ষার মেঘের আনাগোনা রয়েছে আকাশ জুড়ে। লাগাতার বৃষ্টিতে বিক্রিবাট্টায় ভাটা পড়েছে। যা দেখে বিক্রেতাদের মুখ ভার। অন্যদিকে টানা বৃষ্টির জেরে বাজারে কার্যত আগুন। নিত্যপ্রয়োজনীয় শাকসবজি থেকে ভোজ্যতেল, সব কিছুরই দাম বেড়েছে। তার মধ্যেই দাম বেড়েছে লক্ষ্মী প্রতিমার। পুজোর ফলমূল, সরঞ্জাম কিনতে গিয়ে পকেট টান পড়ছে ক্রেতাদের। সব মিলিয়ে ধনদেবীর আরাধনার উৎসবে, ক্রেতাদের যেমন পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক তেমনভাবেই বিক্রেতাদেরও আশানুরূপ লক্ষ্মী লাভ হচ্ছে না।
সাধারণত দুর্গাপুজোর এক সপ্তাহের মধ্যে, লক্ষ্মী পুজো করতে গিয়ে কিছুটা নাভিশ্বাস উঠে মধ্যবিত্ত বাঙালির। তবে এই বছর ছবিটা যেন আরও করুণ। এমনিতেই দুর্গা পুজোর আগে পরপর টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে জেলা জুড়ে। তাছাড়াও পেট্রোল ডিজেল সেঞ্চুরির আশপাশে ওঠানামা করছে বিগত কয়েক মাস ধরে। পুজোর খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে বহু মানুষকে। তারপর এই লক্ষ্মীপুজোয় বাজারে অগ্নিমূল্য সব জিনিসের দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায়, বেড়েছে সমস্ত জিনিসের দাম। এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে প্রতিমার দাম। ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ার ফলে, সেখানেও কার্যত আগুন। অন্যদিকে ফলমূলের দাম বেড়েছে। সবমিলিয়ে লক্ষ্মী পুজোর জোগাড় করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। যেখানে ধন সম্পদ বৃদ্ধির আশায় লক্ষ্মী দেবীর আরাধনা করা হচ্ছে, সেখানে পুজোর আয়োজন করতে গিয়ে পকেট গড়ের মাঠ হওয়ার অবস্থা।
লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ চেয়েছিলেন প্রতিমা বিক্রেতারা। অন্যান্য ব্যবসায়ীরাও পুজোর পরে কিছুটা লাভের মুখ দেখতে পাওয়ার আশা করেছিলেন। তবে সে আশায় জল ঢেলেছে বরুণ দেবের আশীর্বাদ বর্ষণ। প্রতিমা তৈরি করার মাটি-সহ, বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে। ফলে চলতি বছরে প্রতিমার দাম বেশ খানিকটা বেড়েছে। মূল্যবৃদ্ধির পিছনে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামও অন্যতম কারণ।
স্বাভাবিকভাবে প্রতিমা কিনতে গিয়ে, দাম শুনে অবাক হচ্ছেন মানুষ। অনেকেই বড় প্রতিমার জায়গায় ছোট প্রতিমা নিয়ে যাচ্ছেন। গড়ে দেড়শো থেকে দুশো টাকা করে বেড়েছে প্রতিমার দাম। বর্ধিত মূল্য ক্রেতাদের পকেটে ছ্যাকা দেওয়ার জন্য, ব্যবসায় মন্দা বিক্রেতাদের। অন্যদিকে ফুল, সবজি এবং ফলমূল ব্যবসায়ীদেরও মন খারাপ। লক্ষ্মীপুজোয় তাদেরও বাজার খুব ভালো নয়। নেপথ্যে বিগত কয়েক মাস ধরে চলা লাগাতার বৃষ্টি। জেলার একাধিক জায়গায় টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফলে ব্যাপক পরিমাণে চাষ জমিতে ক্ষতি হয়েছে। যে কারণে দাম বেড়েছে ফলমূল থেকে শাকসবজির। যার প্রভাব পড়ছে লক্ষ্মী পুজোর বাজারে। জিনিস কিনতে গিয়ে দমে যাচ্ছেন ক্রেতারা। যে কারণে ব্যবসায় মন্দা নামছে বিক্রেতাদের।
সবমিলিয়ে বরুনদেবের খামখেয়ালিপনা, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামে লক্ষ্মী পুজোর বাজারে খুশি নয় ক্রেতা- বিক্রেতা কেউই। লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ হচ্ছে না বিক্রেতাদের। ঘরের লক্ষী আনতে গিয়ে লক্ষ্মীর অভাব দেখা দিচ্ছে অনেকের পকেটে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।