Jagadhatri Pujo 2021| Krishnagar|| বিলুপ্ত হয়ে যাওয়া পটচিত্রই এ বারের কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারির থিম

Last Updated:

Bangla News: জনসাধারণের মধ্যে পটশিল্পকে তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানান পুজো কমিটির সদস্য।

ষষ্ঠীতলা বারোয়ারি পূজা প্যান্ডেল
ষষ্ঠীতলা বারোয়ারি পূজা প্যান্ডেল
#কৃষ্ণনগর: দুর্গাপুজো আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের মানুষেরা কিন্তু অপেক্ষা করে থাকেন জগদ্ধাত্রী পুজোর জন্য। বছরের ওই দুটো দিন কৃষ্ণনগরের মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। এবারেও তার ব্যতিক্রম নেই। করোনার করাল গ্রাসে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। জগদ্ধাত্রী পুজোর আমেজে ভেসে গিয়ে মানুষ ভুলে যেতে চায় লকডাউনের বন্দিময় জীবন। তবে এবারের জগদ্ধাত্রী পুজো একটু অন্যরকম। করোনার কিছু নিয়ম নীতি পালনের জন্য প্রশাসনিক তরফ থেকে কিছুদিন আগেই হয়েছিল পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি মিটিং। সেই মিটিং-এ বলা হয় সমস্ত কোভিড বিধিকে মান্যতা দিয়েই করতে হবে এবারের পুজো।
আর দিন দুয়েক পরেই জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যে পাড়ার অলিগলি থেকে শুরু করে সমস্ত বারোয়ারি পুজো কমিটি গুলির প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিমা গড়ার কাজও মৃৎশিল্পীদের প্রায় শেষের পথে। বিভিন্ন ঐতিহ্যময় জাগ্রত পুজো তো আছেই তার সাথে রয়েছে বিভিন্ন বারোয়ারির একাধিক থিমের প্যান্ডেল।
ঠিক তেমনই কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারির এবারের থিম পট শিল্প। বিলুপ্ত হয়ে যাওয়া এই পটচিত্র দিয়েই প্যান্ডেল তৈরি হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির। মাটির সরার ওপরে বিভিন্ন রকম কারুকার্য করে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবং সেই পটচিত্র দিয়েই সাজানো হয়েছে ষষ্ঠীতলা বাড়ির এবারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। শুধু তাই নয়, পটচিত্র ছাড়াও আগেকার তালপাতা দিয়ে তৈরি হাতপাখাও ব্যবহার করা হয়েছে প্যান্ডেলে। বর্তমান মুঠোফোনের জগতে বিলুপ্ত হয়ে যাওয়া এই জিনিসগুলিকে তরুণ প্রজন্মের কাছে আরো একবার তুলে ধরার চেষ্টা করছে ষষ্ঠীতলা বারোয়ারি পূজা কমিটি।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্য দীপক বিশ্বাস জানান, বিলুপ্ত হয়ে যেতে বসেছে পট চালচিত্র। নতুন প্রজন্ম এই শিল্প কার্যের সঙ্গে অবগত নয়। নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্যই তাদের এই উদ্যোগ। এবং জনসাধারণের মধ্যে পটশিল্পকে তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য।
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/Local News/
Jagadhatri Pujo 2021| Krishnagar|| বিলুপ্ত হয়ে যাওয়া পটচিত্রই এ বারের কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারির থিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement