#শিলিগুড়ি ও জলপাইগুড়ি: করোনা পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে রাজ্য সরকার নতুন করে সমস্ত বিধিনিষেধ জারি করেছে। সেই বিধির বাঁধন ভাঙার সাধ্যি কার? শুক্রবার জলপাইগুড়িতে ঝাঁপ নামিয়ে চলছিল চুল, দাড়ি কাটা। কোথাও আবার পর্দা নামিয়ে চলছিল রূপচর্চা। বিধিনিষেধ ভঙ্গ হতে দেখে কড়া পদক্ষেপ নিয়েছিল পুলিশ। পুলিশ সাদা পোশাকেই হাজির হয়েছিল সেই সেলুন ও বিউটি পার্লারে।
ক্ষৌরকারদের দাবি মেনে শনিবার নবান্ন থেকে এক নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে সেলুন। তা অবশ্যই ৫০ শতাংশ লোক নিয়ে। এছাড়াও সেলুনে সকল কর্মীদের টিকার দু'ডোজ নেওয়া আবশ্যিক, তাছাড়া কাজ করার অনুমতি মিলবে না। এদিকে সেলুন ও সেলুন চত্বর নিয়মিত স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে (Salon and beauty parlour open order)।
দেশের প্রায় ১০ লক্ষ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। এদিকে বেশ কয়েকদিন পর চুল-দাড়ি কাটতে পেরে খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চলতে পারবে এই পরিষেবা। এই নির্দেশকে পূর্ণ সমর্থন করেছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির ক্ষৌরকাররা। শিলিগুড়ির শালবাড়িতে ছোট একটি সেলুন রয়েছে ছোটেলাল শা'র। তিনি বলেন, "এমনিও এই ট্রিমার (trimmer) এর যুগে মানুষ সেলুনে আসতে চায় না। নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে ব্লেড (blade) ও কাঁচির ধার। তবে এখনও মানুষের জন্ম থেকে মৃত্যু, সবেতেই ডাকা হয় আমাদের"।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষৌরকর্মী জানান, "বিগত দেড় বছরে অনেক লোকসান হয়েছে। ফের ক্ষতির মুখ দেখতে হবে ভেবেই সবার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে রাজ্য সরকার ফের নিয়ম মেনে সেলুন খোলার নির্দেশ দিয়েছে। এটা যথেষ্ট প্রশংসনীয়"। চুল কাটাতে এসেছিলেন বিভাস মণ্ডল। তিনি বলেন, "অফিসে মুখভর্তি দাড়ি নিয়ে গিয়েছিলাম। অনেকদিন পর চুল দাড়ি কেটে বেশ ফ্রেশ (fresh) লাগছে। রাজ্য সরকারের এই উদ্যোগে আমি খুশি"।Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beauty parlour, Corona, Jalpaiguri, Salon, Siliguri