কোভিড নিয়মবিধি বজায় রাখতে মোটর গাড়িতে করে মাসি বাড়ি গেলেন জগন্নাথ দেব

Last Updated:

কোভিড নিয়মবিধি বজায় রাখতে মোটর গাড়িতে করে মাসি বাড়ি গেলেন জগন্নাথ দেব

কোভিড বিধি বজায় রাখতে রথের বদলে মোটর গাড়িতে চেপে মাসির বাড়ি গেলেন জগন্নাথ দেব।প্রত্যেক বছর শ্রাবণ মাসের বিশেষ এই দিনটিতে ঘটা করে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। নদিয়ার মাজদিয়ার টুঙ্গী মৌলিক বাড়ির মন্দির প্রাঙ্গণেই মূলত হয়ে থাকে এই উৎসব। মৌলিক বাড়ির এই মন্দিরে সারা বছর ধরে নিত্য পূজিত হন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী। রথযাত্রা উপলক্ষে অন্যান্য বছর বিশেষ এই দিনটিতে শোভাযাত্রার মধ্য দিয়ে সুসজ্জিত রথে চড়েন জগন্নাথ দেব। এরপর সেখান থেকে আনুমানিক এক কিলোমিটার পথ অতিক্রম করে মাজদিয়া বাজার সংলগ্ন মাসির বাড়িতে পৌঁছান। রথের রশি স্পর্শ করতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে এই স্থানে। এছাড়াও রথ উৎসবকে কেন্দ্র করে মেলা বসে এলাকায়।
কিন্তু এই বছর করোনা অতিমারীর কারণে সরকারি নির্দেশ কে দেওয়া হল মান্যতা। কার্যত অনাড়ম্বরভাবেই পালিত হল পঞ্চাশ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী মৌলিক বাড়ির রথযাত্রা উৎসব। সোমবার সকালে দীর্ঘ পঞ্চাশ বছরের ধর্মীয় পরম্পরা অবশেষে ভঙ্গ হলো। মন্দির থেকে রথে চেপে যাওয়ার বদলে মোটর গাড়িতে করে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী পৌঁছালেন মাজদিয়া বাজার সংলগ্ন মাসির বাড়িতে। এছাড়াও এলাকায় মেলা না বসার কারণে স্বাভাবিকভাবেই এই বছর উৎসবের আনন্দ বিলীন হয়ে গিয়েছে। পাশাপাশি স্বাভাবিক অন্যান্য বছরগুলিতে বাড়তি রোজগারের আশায় মেলায় পাঁপড় ভাজা, পুতুল ও জিলিপির মতো বিভিন্ন ধরনের ছোট বড় দোকান তৈরি করে ব্যবসা করেন এলাকার গরিব মানুষজন। এই বছর করোনা বিধিকে রক্ষা করতে গিয়ে সেই দিক থেকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে স্থানীয় গরিব মানুষ জন ও ব্যবসায়ীদের। যার ফলে রথযাত্রার উৎসব পালিত হলেও এই বছর মনে উৎসবের রং স্পর্শ করতে পারেনি  মাজদিয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
কোভিড নিয়মবিধি বজায় রাখতে মোটর গাড়িতে করে মাসি বাড়ি গেলেন জগন্নাথ দেব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement