Bangla news: ১৯ মাস পর অবশেষে স্কুল খোলায় জোর তোড়জোড় শুরু হাওড়ায়

Last Updated:

Bangla news: স্কুল খুলছে জানার পর থেকে খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে অবশেষে নভেম্বরের ১৬ তারিখ থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি (school reopen in howrah) । যদিও নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই স্কুলে ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে । অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত পঠন - পাঠন চলবে অনলাইনেই ।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষনার পর থেকেই রাজ্যের স্কুলগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি(school reopen in howrah) । দীর্ঘদিন ধরে স্কুলগুলি বন্ধ থাকার ফলে ধীরে ধীরে সেই ক্লাসরুমগুলিকে পরিষ্কার - পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে । এর পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে স্যানিটাইজেশনেও ।
advertisement
স্কুল খুলছে জানার পর সোমবার থেকেই মধ্য হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়তে শুরু হয়ে গেছে বিদ্যালয়(school reopen in howrah) পরিষ্কারের কাজ । সোমবারের পাশাপাশি মঙ্গলবারও সমগ্র বিদ্যালয় চত্তর ও ক্লাসরুমগুলি পরিষ্কার ও স্যানিটাইজ করা হয়েছে ।
advertisement
রাজ্য সরকারের এই স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে(school reopen in howrah) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র সরকার জানান , " প্রতিদিন এই রকম ভাবেই সম্পূর্ণ স্কুল ও ক্লাসরুমগুলি স্যানিটাইজ করা হবে । ক্লাসের রুটিনও এমনভাবে ঠিক করা হবে যাতে প্রতিটি ক্লাসরুমে কম সংখ্যক ছাত্র নিয়ে পঠন - পাঠন শুরু করা যায় । পাশাপাশি প্রতিটি ছাত্রকে বিদ্যালয় প্রাঙ্গণে মাস্ক পরা , স্যানিটাইজার ব্যবহার করা ও সঠিক শারীরিক দূরত্ব বজায় রাখার মত নিয়মগুলি পালনের পিছনেও জোর দেওয়া হবে । দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রদের মধ্যে স্কুলে আসা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে । সিলেবাস নিয়ে আতঙ্কও তৈরি হতে পারে তাদের মধ্যে । তাই যতটা সম্ভব এক্সট্রা ক্লাস দিয়ে অতিরিক্ত সিলেবাস দ্রুত শেষ করার চেষ্টা করব । "
advertisement
স্কুল খুলছে জানার পর থেকে খুশি ছাত্র - ছাত্রী থেকে(school reopen in howrah) শুরু করে অভিভাবকরাও । এরকমই এক অভিভাবক ছন্দা মুখার্জি জানান , " করোনা আবহে দীর্ঘদিন স্কুলমুখী হয়নি ছাত্র - ছাত্রীরা । অনলাইনে পড়াশোনা চললেও তা স্কুলে ক্লাসরুমে বসে পড়ার ধারে কাছে নয় । তাই পড়াশোনায় তাদের আগ্রহ ও ইচ্ছে অনেকটাই চলে গেছে গত দেড় বছর । তাই স্কুল খুললে তারা আবার পড়াশোনায় আগের মত আগ্রহ ফিরে পাবে । " যদিও , যেহেতু 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিনেশন করানো হয়নি তাই সে ক্ষেত্রে স্কুল খুললে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাটাও মনের মধ্যে থেকেই যাচ্ছে বলেও জানান তিনি ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Bangla news: ১৯ মাস পর অবশেষে স্কুল খোলায় জোর তোড়জোড় শুরু হাওড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement